৩০ বছর পূর্তিতে ‘দিল হ্যায় কি মানতা নেহি’-র অজানা গল্প

Dil Hai Ke Manta Nahin: দিল হ্যায় কি মানতা নেহি-র ৩০ বছর পূর্ণ হল। পূজা ভাট ওই ছবি দিয়েই বলিউড ডেবিউ করেছিলেন। সঙ্গে ছিলেন আমির খান।

| Edited By: | Updated on: Jul 12, 2021 | 5:52 PM
দিল হ্যায় কি মানতা নেহি-র ৩০ বছর পূর্ণ হল। পূজা ভাট ওই ছবি দিয়েই বলিউড ডেবিউ করেছিলেন। সঙ্গে ছিলেন আমির খান। ৩০ বছর পূর্তিতে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্মৃতিচারণা করেছেন পূজা।

দিল হ্যায় কি মানতা নেহি-র ৩০ বছর পূর্ণ হল। পূজা ভাট ওই ছবি দিয়েই বলিউড ডেবিউ করেছিলেন। সঙ্গে ছিলেন আমির খান। ৩০ বছর পূর্তিতে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্মৃতিচারণা করেছেন পূজা।

1 / 6
মহেশ ভাট পরিচালিত এই ছবিটি ছিল রোম্যান্টিক কমেডি। বাবার ছবিতেই ডেবিউ করেছিলেন পূজা। ১৯৯১-এ মুক্তি পেয়েছিল ছবিটি।

মহেশ ভাট পরিচালিত এই ছবিটি ছিল রোম্যান্টিক কমেডি। বাবার ছবিতেই ডেবিউ করেছিলেন পূজা। ১৯৯১-এ মুক্তি পেয়েছিল ছবিটি।

2 / 6
পূজার কথায়, ‘বিশেষজ্ঞরা বলেছিলেন, এই ছবিটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। গুলশন কুমারকে ধন্যবাদ, কারণ উনি সেই ঝুঁকি নিয়েছিলেন।’

পূজার কথায়, ‘বিশেষজ্ঞরা বলেছিলেন, এই ছবিটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। গুলশন কুমারকে ধন্যবাদ, কারণ উনি সেই ঝুঁকি নিয়েছিলেন।’

3 / 6
পূজা এবং আমির ছাড়াও অনুপম খের, টিকু তালসানিয়া, রাকেশ বেদী বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন।

পূজা এবং আমির ছাড়াও অনুপম খের, টিকু তালসানিয়া, রাকেশ বেদী বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন।

4 / 6
নাদিম-শ্রাবণ জুটি এই ছবির মিউজিকের দায়িত্বে ছিলেন। প্রায় প্রতিটি গানই হিট হয়েছিল।

নাদিম-শ্রাবণ জুটি এই ছবির মিউজিকের দায়িত্বে ছিলেন। প্রায় প্রতিটি গানই হিট হয়েছিল।

5 / 6
১৯৮৮-তে ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ এবং ১৯৯০-এ ‘দিল’-এর পর আমির খানও এই ছবিতে অভিনয়ের পর বলিউডে আলাদা জায়গা তৈরি করতে পেরেছিলেন।

১৯৮৮-তে ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ এবং ১৯৯০-এ ‘দিল’-এর পর আমির খানও এই ছবিতে অভিনয়ের পর বলিউডে আলাদা জায়গা তৈরি করতে পেরেছিলেন।

6 / 6
Follow Us: