AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gopi bahu ye kya: বেলি ডান্স করে সমালোচিত ‘গোপী বহু’ দেবলীনা

Gopi bahu ye kya: পরনে কালো স্পোর্টস ব্রা। খোলা চুল। নো মেকআপ লুকের দেবলীনা বেলি ডান্সের ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন।

Gopi bahu ye kya: বেলি ডান্স করে সমালোচিত ‘গোপী বহু’ দেবলীনা
‘গোপী বহু’র চরিত্রে দেবলীনা ভট্টাচার্য (বাঁদিকে), অভিনেত্রী আসলে যেমন (ডানদিকে)।
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 4:30 PM
Share

দেবলীনা ভট্টাচার্য। না! এই নামে হয়তো আপনি তাঁকে চেনেন না। কিন্তু ‘গোপী বহু’ বললেই চিনতে পারবেন। ঠিক ধরেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘গোপী বহু’ অর্থাৎ দেবলীনা এ বার সোশ্যাল মিডিয়ায় বেলি ডান্সের ঝড় তুললেন। আর তাতেই রীতিমতো সমালোচিত হতে হল তাঁকে।

পরনে কালো স্পোর্টস ব্রা। খোলা চুল। নো মেকআপ লুকের দেবলীনা বেলি ডান্সের ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘পুরো ডান্স পোস্ট করার মতো এখনও শিখতে পারিনি। এখনও শিখছি। কিন্তু আমি নিশ্চিত, যখনই শেখা সম্পূর্ণ হবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত এটা এনজয় করুন।’

এরপরই শুরু হয় ট্রোলিং। অনেকেই হিন্দিতে ‘গোপী বহু ইয়ে ক্যায়া’, অর্থাৎ তাঁর চরিত্রের নাম লিখে তিনি কী করছেন, বলে পোস্ট করেন। কেউ বা তাঁকে ধীরে ধীরে নাচের পরামর্শ দিয়েছেন। বেকায়দায় যাতে লেগে না যায়, সে দিকেও খেয়াল রাখতে বলেছেন অনুরাগীরা।

তবে ট্রোলিংয়ে পাত্তা দিতে নারাজ দেবলীনা। বরং সমাজে পুরুষ এবং মহিলার সমান অধিকার নিয়ে তিনি সব সময় সরব থেকেছেন। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবলীনা বলেন, “স্থিরতা, উন্নতি এবং দীর্ঘকালীন উন্নয়নকে নিশ্চিত করাই সমাজে মহিলাদের কাজ। আমি আসামের মেয়ে। সেখানে দেখেছি চা বাগানে পুরুষ এবং মহিলারা সমান ভাবে কাজ করেন। আমি তো মনে করি আমার দুটো শো ‘সাথিয়া’ এবং ‘সওয়ারে সবকে স্বপ্নে প্রীতো’র মাধ্যমে এটা বোঝাতে পেরেছি সমাজে মহিলারা চাইলে সব কিছু করতে পারেন। পুরুষের তুলনায় তাঁরা কোনও অংশে কম নন।”

আগামী বছর বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন দেবলীনা। কিন্তু পার্টনারের নাম এখনই প্রকাশ্যে শেয়ার করতে চান না। অন্তত আরও কিছুদিন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান অভিনেত্রী।

আরও পড়ুন, Nusrat Jahan: থেরাপির থেকে সস্তা, কোন পদ্ধতিতে ভাল থাকছেন? শেয়ার করলেন নুসরত