‘মায়ের গন্ধ বাবার কাছে…’, নস্ট্যালজিয়ায় ভাসলেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া লিখেছেন, ‘মায়ের গন্ধ বাবার কাছে...’। সে সময় কত মজা করে কাজ করতেন, সেই স্মৃতি কমেন্ট বক্সে ভাগ করে নিয়েছেন অন্যান্য কলাকুশলীদের সঙ্গে।

‘মায়ের গন্ধ বাবার কাছে...’,  নস্ট্যালজিয়ায় ভাসলেন দিতিপ্রিয়া
দিতিপ্রিয়া এখন যেমন (বাঁদিকে), ‘অপরাজিত’ ধারাবাহিকে যিশু সেনগুপ্তের সঙ্গে দিতিপ্রিয়া (ডানদিকে)।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 10:20 PM

দুই ভাই-বোন। বয়স নিতান্তই কম। ছোট্ট দুটি ছেলে মেয়ে থাকে বাবার সঙ্গে। মাকে হারিয়েছে তারা। বাবার কাছেই বড় হয়ে ওঠে ভাই-বোন। এক একা বাবার গল্প। সিঙ্গল ফাদার হিসেবে কয়েক বছর আগে ‘অপরাজিত’ ধারাবাহিকে যিশু সেনগুপ্তকে দেখেছিলেন দর্শক। আর সেই ধারাবাহিকেই ছিলেন আজকের অনস্ক্রিন ‘রানিমা’। অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল ওয়ালে সেই ধারাবাহিকের নস্ট্যালজিয়ায় ভেসেছেন অভিনেত্রী।

দিতিপ্রিয়া লিখেছেন, ‘মায়ের গন্ধ বাবার কাছে…’। সে সময় কত মজা করে কাজ করতেন, সেই স্মৃতি কমেন্ট বক্সে ভাগ করে নিয়েছেন অন্যান্য কলাকুশলীদের সঙ্গে। অনেক ছোট বয়স থেকেই অভিনয় করছেন দিতিপ্রিয়া। তবে করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিক তাঁর জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এ প্রসঙ্গে কিছুদিন আগে দিতিপ্রিয়া TV9 বাংলাকে বলেন, “আমার চরিত্র অর্থাৎ রাসমণির চরিত্র শেষ হয়ে যাবে। সেভাবেই চিত্রনাট্য লেখা হচ্ছে। লকডাউনের জন্য শুটিং বন্ধ না হয়ে গেলে, এতদিনে হয়তো আমার শুটিংও শেষ হয়ে যেত। জুনের মাঝামাঝি অথবা জুনের শেষ পর্যন্ত দেখা যাবে রাসমণির চরিত্র।”

আপাতত হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে দিতিপ্রিয়ার। পাভেলের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করবেন তিনি। সে প্রসঙ্গে আগেই বলেছিলেন, “পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।”

আরও পড়ুন, বাবাকে হারালেন ‘অপরাজিতা অপু’র অভিনেতা রোহন ভট্টাচার্য