AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mishmee Das: একটানা ভিলেন করে টাইপকাস্ট হয়ে গিয়েছি, মাঝেমধ্যে দুঃখ হয়: মিশমি 

Mishmee Das: TV9 বাংলায় চলছে নতুন সিরিজ 'নায়ক নহি, খলনায়ক হুঁ ম্যায়'। আর এই পর্বে আমাদের আজকের খলনায়িকা মিশমি দাস। শুরুটা খলনায়িকা দিয়ে না হলেও হালফিলে বাংলা সিরিয়ালে খলনায়িকা মানেই তিনি। এই নিয়ে কী বলছেন তিনি? 

Mishmee Das: একটানা ভিলেন করে টাইপকাস্ট হয়ে গিয়েছি, মাঝেমধ্যে দুঃখ হয়: মিশমি 
মিশমি
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 10:00 AM
Share

বিহঙ্গী বিশ্বাস 

প্রশ্ন: ভিলেন জার্নি শুরু কবে? 

মিশমি: (একটু ভেবে) সম্ভবত সেটা ২০১৮ সাল। এরপর মাঝে বেশ কিছুটা পজ়িটিভ চরিত্র। বম্বে গিয়েছিলাম কাজের জন্য। তারপর ২০১৯-এ কলকাতায় ফিরে আসি। সেখানে থেকেই চলছে।

প্রশ্ন: পরপর নেগেটিভ চরিত্র মানসিক ভাবে প্রভাব ফেলে? 

মিশমি: পুরোটাই তো মেথডের উপর নির্ভর করে। অনেককেই দেখেছি যাদের উপর প্রভাব ফেলে। যদি মিশমিকে এই প্রশ্নটা করা হয়, তবে উত্তর হবে ‘না’। কারণ, দিনের শেষে সবটাই তো সুইচ অন-সুইচ অফের খেলা।

প্রশ্ন: রাস্তাঘাটে লোকের কীরকম প্রতিক্রিয়া পান? 

মিশমি: খুব একটা গালিগালাজ কিন্তু আমায় শুনতে হয় না। কারণ আমি শুরু করেছিলেন পজ়িটিভ দিয়ে। তাই একটা ফ্যানবেস তৈরি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, ‘রিনি’ চরিত্রটা করার সময় অনেক ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। তখন খুব খারাপ লাগত। কিন্তু ওটাতেই তো সার্থকতা।

প্রশ্ন: ক্রমাগত নেগেটিভ করছেন, টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় হচ্ছে না? 

মিশমি: আমি টাইপকাস্ট হয়ে গিয়েছি। আমার নেগেটিভ চরিত্র করার নেপথ্যে কারণ ছিল পরিবারকে সময় দেওয়া। কারণ লিড করলে সেটে অনেক বেশি সময় দিতে হয়, কন্ট্র্যাক্ট-বাউন্ড হয়ে যাওয়া… সেই কারণেই নেগেটিভ বেছে নেওয়া। এরপর একটার পর একটা নেগেটিভ এসেই যাচ্ছে।

প্রশ্ন: করছেন কেন? 

মিশমি: কাজের মধ্যে থাকব বলে কাজগুলো নিয়ে নিচ্ছি। তবে খারাপ তো লাগছেই, যেরকম চাইছি সেরকম চরিত্র পাচ্ছি না।

প্রশ্ন: টাইপকাস্ট না হয়ে যাওয়ার জন্য কী করছেন?

মিশমি: আমাদের ‘এই পথ…’, আর ‘খেলনাবাড়ি’র লেখক সৌভিক চক্রবর্তীকে আমি বারবার করে বলেছি। আর উনি আমাকে কথা দিয়েছেন, এর পরে উনি আমাকে পজ়িটিভ চরিত্রই দেবেন। তবে কি জানেন তো, ‘রিনি’ পুরোপুরি নেগেটিভ ছিল না। কিছুটা বোকা, কিছুটা হিংসুটে।

প্রশ্ন: এর আগে বলেছিলেন সিরিজ করতে চান, তাঁর কী হল? 

মিশমি: আসলে সিরিয়ালে একবার ঢুকে গেলে টানা ছুটি পাওয়াটা খুব চাপের। আর একটা সিরিয়াল শেষ হতেই যে একটা সিরিজ চলে আসবে, এমনটা নয়। মাঝখানে কথা হলেও কাজটা শেষমেশ হয়নি।

প্রশ্ন: আপনি তো বম্বে শিফট করার কথাও ভাবছিলেন… 

মিশমি: শিফট করেও গিয়েছিলাম। বাবা অসুস্থ হল বলে চলে এলাম। তারপর কোভিড, লকডাউন। আপাতত, এখানেই আছি। তবে হ্যাঁ অদ্রিজা (রায়)-র মতো কোনও ভাল সুযোগ পেলে নিশ্চয়ই বাইরে যাব। (অদ্রিজা রায় সম্প্রতি হিন্দি ধারাবাহিক ‘দুর্গা অউর চারু’তে অভিনয়ের সুযোগ পেয়েছেন)।

প্রশ্ন: আর গোয়ায় অবসর যাপনের কী হল? (দু’দুটো ধারাবাহিক ছেড়ে তৎকালীন প্রেমিকের সঙ্গে গোয়ার কিছু সময়ের জন্য অবসর যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন মিশমি) 

মিশমি: আর ওসব কিছু নেই।

প্রশ্ন: মানে? 

মিশমি: আসলে আমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে।

প্রশ্ন: সে কারণেই কি কলকাতায় ফিরে আসা? 

মিশমি: হ্যাঁ, কামব্যাক কিছুটা সেই কারণেই। আপাতত কাজেই ডুব দিতে চাই। অনেক কিছু করা বাকি আছে যে।