AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: ‘প্রবীরের লাকি চার্ম’, ISL- এর প্রথম ম্যাচে সারপ্রাইজ গীতশ্রীর

Tollywood Gossip: প্রেমিকা যে আসছেন সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না ফুটবলার প্রবীর দাসের। কিন্তু সারপ্রাইজ দিতে যে বরাবরই ভালবাসেন গীতশ্রী রায়। তাই একদিনের ছুটি পেতেই তিনি উড়ে গেলেন কেরলে।

Tollywood Gossip: 'প্রবীরের লাকি চার্ম', ISL- এর প্রথম ম্যাচে সারপ্রাইজ গীতশ্রীর
এক দিনের ছুটি পেতেই দৌড়ে প্রবীরের কাছে
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 11:35 AM
Share

প্রেমিকা যে আসছেন সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না ফুটবলার প্রবীর দাসের। কিন্তু সারপ্রাইজ দিতে যে বরাবরই ভালবাসেন গীতশ্রী রায়। তাই একদিনের ছুটি পেতেই তিনি উড়ে গেলেন কেরলে। সেখানেই যে ছিল এই বছরের আইসিএলের প্রথম ম্যাচ। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। প্রবীর খেলেন কেরলের হয়ে। তাঁর এই সিজনের প্রথম ম্যাচে তাই প্রেমিককে চমকে দিতে বৃহস্পতিবার সকালের বিমানে হাজির হন গীতশ্রী। যদিও সে দিন রাতেই ফিরে আসতে হয় তাঁকে।

এই মুহূর্তে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের শুটিং একদিনও বাদ দেওয়ারও যে উপায় নেই! গ্যালারি থেকেই ভেসে এল তাঁর প্রেমবার্তা। ছবি শেয়ার করে উচ্ছ্বসিত তিনি। প্রেমিকের দল প্রথম ম্যাচ জিতেছে। এরই মধ্যে হঠাৎ দেখা! এই আনন্দ যে ভাষায় প্রকাশ করা যায় না।

প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি গীতশ্রী। যদিও কটাক্ষ তাঁদের ছাড়েনি। ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই প্রবীরের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ আনেন তনুশ্রী। জল গড়ায় থানা পর্যন্ত। যদিও সে সব অতীত। তনুশ্রীর জীবনেও এখন এসেছে নতুন মানুষ। ওদিকে গীতশ্রীও প্রবীরের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে।