Sidharth Shukla: ওষুধ খেয়ে শুতে গিয়েছিলেন, আর ওঠেননি সিদ্ধার্থ
বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো'য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল 'শেহনাজ'
রোজকারের মতোই ঘুমের ওষুধ খেয়ে শুতে গিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। কিন্তু আর ওঠেননি তিনি। হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে, তাঁকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। অন্যদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে সেই যে তিনি ঘুমোতে গিয়েছিলেন আর ওঠেননি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
সিদ্ধার্থ শুক্লা ভক্তদের একাংশ মানতে নারাজ হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতার। ইতিমধ্যেই উঠেছে ‘ফাউল প্লে’র অভিযোগ। কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কুপার হাসপাতালকেই। ওই হাসপাতালেই আনা হয়েছিল সিদ্ধার্থকে। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়, মৃত অবস্থাতেই আনা হয়েছে তাঁকে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থের পরিবার। কোনও মানসিক চাপের মধ্যে ছিলেন না অভিনেতা। তাঁর মৃত্যুর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।
বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন শেহনাজ থেকে শুরু করে বলিঊডে অন্যান্য সহকর্মী। প্রসঙ্গত, সিদ্ধার্থের সঙ্গেই শেষবার টিভির পর্দায় এসেছিলেন সিদ্ধার্থ। এক রিয়ালিটি শো’র বিশেষ অতিথি হয়ে এসেছিলেন তাঁরা।
Gone too soon Siddharth.. u shall be missed. Condolences to the family .. RIP?
— Salman Khan (@BeingSalmanKhan) September 2, 2021
এক সংবাদমাধ্যমের তরফে শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না।” তিনি জানান শেহনাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। একেবারেই ভাল নেই শেহনাজ। ইতিমধ্যেই শেহনাজের দাদা শেহবাজ মুম্বই আসছেন। দুঃসময়ে বোনকে আগলে রাখতেই তাঁর এই তড়িঘড়ি আগমন। অভিনেত্রীর বাবা জানিয়েছেন, তিনিও খুব শীঘ্রই মুম্বই আসবেন
১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।
Life & death are both baffling. But when someone as young as #SidharthShukla passes away with suddenness, one is very sad… Condolences to his family. RIP Sidharth ?? pic.twitter.com/en1RJVuj8k
— Ajay Devgn (@ajaydevgn) September 2, 2021