Jeetu Kamal: ‘… একমাত্র সাক্ষী আমি’, মধ্যরাতে জিতুর পোস্টে ‘সিঁদুরে মেঘ’ দেখছেন ভক্তরা!
Jeetu Kamal: ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছিল তাঁর। তবুও অভিনেতা জিতু কামাল মুখে কুলুপ এঁটে রেখেছেন সেই শুরু থেকেই।
ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছিল তাঁর। তবুও অভিনেতা জিতু কামাল মুখে কুলুপ এঁটে রেখেছেন সেই শুরু থেকেই। মনের অবস্থা কী, মানসিক দিক দিয়েও ঠিক আছেন কিনা– তা নিয়ে বহু প্রশ্ন সত্ত্বেও মুখ খুলতে চাননি তিনি। তাঁর এই নীরবতা প্রথম থেকেই জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এবার তাঁর এক পোস্ট দেখে রীতিমতো আতঙ্কে ভক্তরা। তবে কি তিনি সত্যি ভাল নেই। দুশ্চিন্তা গ্রাস করছেন ক্রমশ? প্রায় মধ্যরাতে একটি পোস্ট করেছেন জিতু। আপাতত দৃষ্টিতে এক ভয়েস ওভার হলেও তা বলছে, “আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি কী করে তা থেকে পার হচ্ছি।” তাঁর ব্যক্তিগত জীবনের দিকেই কি ইঙ্গিত করেছে এই দুটি লাইন? এখানেই শেষ নয়, রাত একটার সময় জিতু আরও লিকছেন, “আমি আমার মানসিক সুস্থতা ও দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করে চলেছি।” আপাতদৃষ্টিতে চাপা স্বভাবের অভিনেতার মনও কি টালমাটাল?
মাস দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর নবনীতা দাস। যদিও জিতু বলেছিলেন, “ও বাচ্চা মেয়ে, রাগের মাথায় বলে ফেলেছে।” নবনীতার সঙ্গে জনৈক স্নেহালের নাম জড়িয়ে যখন রটেছে একের পর এক গুঞ্জন চুপ ছিলেন জিতু। বলেছিলেন, “নবনীতাকে নিয়ে কিচ্ছু খারাপ বলব না।” অনেকেই ভেবেছিলেন এ বুঝি স্বামী-স্ত্রীর সাধারণ ভুল বোঝাবুঝি। কিন্তু না, তা নয়। সম্পর্ক শেষই হয়ে গিয়েছে তাঁদের। জিতুরই কি মেনে নিতে অসুবিধে হচ্ছে?
View this post on Instagram