Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohit Raina Marriage: বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে টেলিভিশনের ‘মহাদেব’?

Mohit Raina: ২০০৪ সালে টেলিভিশনের এক সায়েন্স ফিকশনের মধ্যে দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন মোহিত। 'দেব কা দেব-- মহাদেব' ধারাবাহিকের মধ্যে দিয়েই পরিচিত লাভ করেন তিনি।

Mohit Raina Marriage: বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে টেলিভিশনের 'মহাদেব'?
বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে টেলিভিশনের 'মহাদেব'?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 7:41 PM

মোহিত রায়না (Mohit Raina)– ছোট পর্দায় দীর্ঘ সময় ধরে শিবের চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের কাছে পরিচিত। গত বছরের শেষে হঠাৎই অদিতি শর্মাকে বিয়ের খবর দিয়েছিলেন মোহিত। সম্প্রতি তাঁর ও অদিতির বিচ্ছেদের খবরে তোলপাড় বলিউড। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোহিত। কিছু দিন ধরেই স্ত্রীয়ের সঙ্গে করা যাবতীয় পোস্ট মুছে দিতে দেখা গিয়েছিল মোহিতকে। সে কারণে তুঙ্গে ওঠে জল্পনা। যদিও মোহিত এ বিষয়ে মুখ খুলে জানিয়েছেন, যা রটেছে তা একেবারেই ভিত্তিহীন। তাঁর ও তাঁর স্ত্রীয়ের মধ্যে সব ঠিকই আছে। আপাতত তাঁরা বিবাহবার্ষিকী উদযাপনে ব্যস্ত। তিনি আরও বলেন, কীভাবে এই রটনা রটেছে তা তিনি সত্যিই জানেন না, তবে যাই রটুক না কেন, আদপে তাঁরা এখন হিমাচল প্রদেশে প্রেমসাগরে ভাসছেন। এখানেই শেষ নয়, তাঁদের ঘনিষ্ঠ বন্ধুও জানিয়েছেন সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। কে বলতে পারে হয়তো ২০২৩-এই দেবেন সুখবর।

‘উরি’ অভিনেতা মোহিত ও অদিতি শর্মার আলাপ হয় এক বন্ধুর মাধ্যমে। দেখা মাত্রই প্রেমে পড়ে যান তাঁরা। অদিতি বিনোদন জগতের মানুষ নন। বিয়ে যে করবেন তাঁরা, এ পরিকল্পনা ছিল না তাঁদের। তবে প্রেম আবার কবে মাপজোক করে হয়? চুপি চুপি বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। এ বছর ১ জানুয়ারি নিজেদের বিয়ের খবর সবার সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা। লিখেছিলেন, “ভালবাসা বাধা মানে না। নিজের গন্তব্যে ঠিক পৌঁছে যায়, সঙ্গী হয় আশা। সেই আশা ও বাবা মায়ের আশীর্বাদকে সঙ্গী করেই, আমরা দুই থেকে এক হয়ে গিয়েছি। সবার ভালবাসা ও আশীর্বাদ চাইছি।— অদিতি ও মোহিত।” সেই মোহিতেরই বিয়ে ভাঙার খবরে কিছুটা হলেও চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা। যদিও আপাতত স্বস্তি।

২০০৪ সালে টেলিভিশনের এক সায়েন্স ফিকশনের মধ্যে দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন মোহিত। ‘দেব কা দেব– মহাদেব’ ধারাবাহিকের মধ্যে দিয়েই পরিচিত লাভ করেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু বলিউড ছবিতেও। এক সময় তাঁর ও তাঁর এক সময়ের সহ অভিনেতা মৌনী রায়ের প্রেমের খবর শোনা গিয়েছিল। যদিও দুজনের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি।