Kamala o sreeman prithviraj: বন্ধ হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’; ‘শুরু হলে শেষ হবেই’, বললেন ধারাবাহিকের অভিনেতা কুশল চক্রবর্তী
Kamala o sreeman prithviraj: ২০২৩ সালের ১৩ মার্চ সম্প্রচার শুরু করেছিল 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। কমলাকে কেন্দ্র করেই গল্প। সেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অয়না চট্টোপাধ্যায়। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছিলেন সুকৃত সাহা। ব্রিটিশ আমলের গল্প। তরুণ মজুমদারের ছবি 'শ্রীমান পৃথ্বীরাজ'-এর সিরিয়াল রূপ এটি।

যার শুরু আছে, তার শেষ আছে। এমন একটি কথা বললেন অভিনেতা কুশল চক্রবর্তী। কিন্তু কেন বললেন তিনি? কারণ তাঁর অভিনীত সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ বন্ধ হচ্ছে কিছুদিনের মধ্যেই। শুটিং ফ্লোরে সক্কলের মন খারাপ। কেউ এ বিষয়ে কোনও কথাই বলতে চাইছেন না। তবে কুশল TV9 বাংলাকে বলেছেন, সত্যি-সত্যিই শেষ হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।
কুশল বলেছেন, “১৯ নভেম্বর শেষবার সম্প্রচার হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর। কালী পুজোর সময় হবে শেষ শুটিং। যে জিনিস শুরু হয়, তার শেষও হয়। তবে একটা সিরিয়ালের পিছনে কেবল অভিনেতারা তো থাকেন না। থাকেন আরও ১০০জন কলাকুশলী। সিরিয়াল বন্ধ হলে সেই সব মানুষদের কাজ হারায় কিছুদিনের জন্য। সেটা নির্দ্বিধায় একটা সমস্যা। আমার নিজের খুব খারাপ লাগছে। অনেকদিন পর এরকম একটা ধারাবাহিকে কাজ করছিলাম। এরকম ধরনের পিরিয়ড পিস তো হয় না। তাই সবটাই মিস করব”।
অন্যদিকে ধারাবাহিকের লেখক জ্যোতি হাজরা সিরিয়াল বন্ধ নিয়ে একটি বাক্যও খরচ করতে চাননি। TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, “এ বিষয়ে আমি কোনও কথা বলব না”। এদিকে রাত জেগে শুটিং হচ্ছে ধারাবাহিকের। ধারাবাহিকের ‘শ্রীমান’, অর্থাৎ অভিনেতা সুকৃত সাহার মা বলেছেন, “আমার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে। সিরিয়াল বন্ধ হলে একটু মন খারাপ তো হবেই। তবে লেখাপড়ার জন্য কিছু সময় পাবে সুকৃত।”
