Bhuban Badyakar: ‘বাদাম কাকু’ এবার সিনেমায়, দুর্দিনের খরা কাটিয়ে ২ দিনে আয় ৩৯,০০০!
Bhuban Badyakar: বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের সাড়া জাগানো ভুবন বাদ্যকরকে মনে আছে?
বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের সাড়া জাগানো ভুবন বাদ্যকরকে মনে আছে? ‘কাঁচা বাদাম’ গেয়ে যিনি রীতিমতো হয়েছিলেন ভাইরাল? মাঝে অভিযোগ করেছিলেন চক্রান্তের শিকার হয়ে কর্মহীন হয়ে থাকার। তবে এবার খরা কেটেছে তাঁর। একটি শর্টফিল্মে অভিনয় করে বেশ ভালই রোজগার করেছেন তিনি। মাত্র দু’দিন অভিনয় করে তাঁর আয় শুনলে রীতিমতো চমকে যাবেন। টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ভুবন বাবু জানালেন, তাঁর অভিনীত শর্টফিল্মটির নাম ‘ভালবাসার দিব্যি’। ইতিমধ্যেই তা মুক্তি পেয়েছেন ইউটিউবে। সম্প্রতি এক স্থানীয় চ্যানেলে তা দেখানোও হয়েছে। তাঁর কথায়, “দু’দিন শুটিং করেছিলাম। ওরা আমায় ৩৯,০০০ হাজার টাকার মতো দিয়েছে।” টাকা পেয়ে বেশ খুশি তিনি, তবে থেমে যাওয়া নয়। আগামী দিনে আরও ভাল ভাল কাজের আশায় তিনি। এর মধ্যে কলকাতায় আসার কি পরিকল্পনা রয়েছে? তাঁর উত্তর, “না, তবে সিউড়ি যাব, সেখানে গিয়ে গান রেকর্ড করার রয়েছে।”
কিছুদিন আগেই মহা ফ্যাসাদে পড়েছিলেন ভুবনবাবু। আচমকাই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় তাঁর গান। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানান, গোপাল নামে এক ব্যক্তি তাঁকে ৩ লক্ষ টাকা দিয়ে বলেন যে তাঁদের চ্যানেলে ওই গান চালাবেন তিনি। এখন তাই ওই কাঁচা বাদাম পোস্ট করলেই কপিরাইটে ইস্যু দেখা দিচ্ছে। ভুবন এও জানান, তাঁর কাছে যে কপিরাইট কিনে নেওয়া হচ্ছে তা তিনি বুঝতে পারেননি। কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি। এমনকি এও জানান, গোপাল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়েরও করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে যাত্রাপালাতেও অংশ নিয়েছেন তিনি। ভোটের প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি। তবে বেশ কিছু মাস ধরেই ভুবন ছিলেন ব্যাকফুটে। অনেকেই তাঁর তুলনা টানছিলেন রানু মণ্ডলের সঙ্গে। যেমন হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন রানু, ভুবনেরও অবস্থা হবে তেমনটাই, মনে করেছেন অনেকেই। সব একটি শর্ট ফিল্ম, আগামী দিনে ভুবন কী করেন, তা জানতেই উদগ্রীব সকলেই।