Kapil Sharma: কপিলের স্বীকারোক্তি, ‘বিয়ের পরও নায়িকাদের সঙ্গে ফ্লার্টিংয়ে বাধ্য করে চ্যানেল’!

Kapil Sharma: গত বছর সেপ্টেম্বরে শুরু হয় কপিল শর্মার নতুন সিজন। কপিল ছাড়াও এই মুহূর্তে ওই শো-য়ে রয়েছে সুমনা চক্রবর্তী, কিকু শারদা, চন্দন প্রভাকরসহ অন্যান্য।

Kapil Sharma: কপিলের স্বীকারোক্তি, 'বিয়ের পরও নায়িকাদের সঙ্গে ফ্লার্টিংয়ে বাধ্য করে চ্যানেল'!
কপিল শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 2:15 PM

কতই যে ঘটে ব্যাকস্টেজে, সে হিসেব আর কতজনই বা রাখে। তবে মাঝেমধ্যেই ফাঁস হয়ে যায় এমন কিছু সিক্রেট, যাতে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার। এই যেমন কপিল শর্মার শো। জানেন কি হয় সেখানে? দীপিকা পাড়ুকোন থেকে কিয়ারা আডবাণী– শো’য়ে হাজির হলেই দেখা যায় তাঁদের সঙ্গে খুল্লালখুল্লা ফ্লার্ট করছেন কপিল। অনেকেই বিরক্ত হন, আবার অনেকেই বেশ উপভোগও করেন তাঁর এই ফ্লার্ট। এবার কপিল জানালেন, এ সবই নাকি তিনি করে থাকেন সংশ্লিষ্ট চ্যানেলের নির্দেশে। শেহনাজ গিলের এক শো’য়ে হাজির হয়েছিলেন কপিল। সেখানেই শেহনাজ তাঁকে বলেন,”শো-তে দেখি তুমি সব সময় সবার সঙ্গে ফ্লার্ট করে থাকো।” কপিলের উত্তর, “এরকম নয়, এটা স্ক্রিপ্টেড। আমি মাঝেমধ্যে মজা করি।” এর পরেই তিনি শেহনাজকে বলেন, “বললে বিশ্বাস করবে না, বিয়ে করার পর ভীষণ লজ্জা লাগত, শুধু ছবি নিয়ে কথা বলতাম। চ্যানেল থেকে আমায় ইমেল করে বলা হয়,  আমি কিছু একটা মিস করে যাচ্ছি। ওরাই আমায় বলে ফ্লার্ট করতে। আমি পরিষ্কার বলে দিই, এই ইমেলের একটা কপি যেন আমার স্ত্রীকেও পাঠিয়ে দেওয়া হয় যাতে তাঁর খারাপ না লাগে।” আর সে কারণেই চলে ফ্লার্ট, স্ত্রী গিন্নিও আর রাগেন না কপিলের উপর।

গত বছর সেপ্টেম্বরে শুরু হয় কপিল শর্মার নতুন সিজন। কপিল ছাড়াও এই মুহূর্তে ওই শো-য়ে রয়েছে সুমনা চক্রবর্তী, কিকু শারদা, চন্দন প্রভাকরসহ অন্যান্য। এরই মধ্যে আবার আসতে চলেছে নতুন ছবি। ‘জুইগ্যাটো’ তাঁর ছবির নাম। ছবিতে কপিল ছাড়াও রয়েছে সাহানা গোস্বামী। আজ শুক্রবার, মুক্তি পাবে তাঁর ছবি। এর আগে এই ছবি দেখানো হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অন্যদিকে ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন তিনি। ২০১৯ সালেই জন্ম হয় তাঁর প্রথম সন্তান আনায়রা শর্মার। ২০২১ সালে তাঁদের ছেলে তৃষান আসে পরিবারে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আপাতত সুখের সংসার তাঁর।

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)