স্ত্রী এবং তিন কন্যাকে নিয়ে এই মুহূর্তে ভারতে ফিরবেন না করণভীর
মে মাসের শুরুতে কানাডা থেকে ভারতে ফেরার টিকিট কেটেছিলেন করণভীর। বহুদিন বাবা-মায়ের সঙ্গে দেখাও হয়নি তাঁদের। কিন্তু করোনা পরিস্থিতিতে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
স্ত্রী এবং তিন মেয়ে নিয়ে এই মুহূর্তে কানাডায় রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণভীর বোহরা (Karanvir Bohra)। কয়েক মাস আগে ছোট মেয়ের জন্মের সময় তাঁরা কানাডা চলে গিয়েছিলেন। ২০২১-এর মাঝামাঝি তাঁদের ভারতে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন করণভীর।
মে মাসের শুরুতে কানাডা থেকে ভারতে ফেরার টিকিট কেটেছিলেন করণভীর। বহুদিন বাবা-মায়ের সঙ্গে দেখাও হয়নি তাঁদের। কিন্তু করোনা পরিস্থিতিতে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে করণভীর সাংবাদিকদের বলেন, “মে মাসের চার তারিখ আমরা ফেরার পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরিস্থিতি যা তাতে সকলে বারণ করলেন। মুম্বইয়ের পরিস্থিতিও খুব খারাপ। আমার সঙ্গে ছোট বাচ্চারা রয়েছে। ফলে আমি কোনও চান্স নিতে চাই না। দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। বাবা-মায়ের সঙ্গেও অনেকদিন দেখা হয়নি।”
করণভীর আরও জানান, কানাডায় সব কিছু খোলা রয়েছে। তাঁর বড় দুই মেয়ে স্কুলে যাওয়া শুরু হয়েছে। ভারতে আসলে সে সুযোগ এখন তিনি পেতেন না।
তিন কন্যার গর্বিত বাবা-মা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি করণভীর ভোরা এবং তেজয় সিধু। ২০১৬-এ যমজ কন্যা সন্তান বীণা এবং রায়ার জন্ম দেন তেজয়। ২০২০-তে জন্ম হয় গিয়ার।
অতিমারির আবহে সন্তানসম্ভবা হয়েছিলেন তেজয়। গিয়াকে জন্ম দিতে সপরিবার কানাডায় চলে গিয়েছিলেন তিনি। আপাতত তিন মেয়েকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। মেয়েরা কিছুটা বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।
আরও পড়ুন, অনলাইনে রিলিজ করবে ‘ময়দান’? কী জানালেন প্রযোজকরা?