এক অধ্যায়ের যেন সমাপ্তি হল। শুরু হয়েছিল ২০১৭-র ২৪ জুলাই। শেষ হল ফেব্রুয়ারির ১০ তারিখ, সাল ২০২১। বিদায়বেলায় করুণাময়ী রাণী রাসমণী পরিবারের চোখে জল। হাজির রানি মা দিতিপ্রিয়াও। ছ’মাস পরে রানির পোশাক পরেছিলেন আজ। কথা বলতে গিয়ে গলা ধরে এল তাঁর।
ছ’মাস আগে ধারাবাহিকের তাঁর জার্নির অবসান নাকি আজ গোটা সিরিয়ালটারই ইতি, কোন মুহূর্ত বেশি কাঁদাচ্ছে তাঁকে? টিভিনাইন বাংলার এই প্রশ্নে রানিমা’র জবাব, “ছ’মাস আগে আমার বিদায় ছিল, কিন্তু গোটা ধারাবাহিকটা তো চলছিল। তখন মনে হত খুব যদি মন খারাপ হয় এখানে এসে অন্তত সবার সঙ্গে দেখা করে যাব, আর তো তা সম্ভব হবে না”।
শেষ পর্বে কেমিও চরিত্রে দেখা যাবে তাঁকে। তাই শেষবারের মতো রাসমণীর পোশাকে তিনি। অনুভূতি কেমন? কষ্ট-আনন্দের মিশেলে বিহ্বল ১৯-এর মেয়েটি। কেক কাটার সময়েও তাঁর চোখের কোনে জল। বললেন, ” কী রকম লাগছে আমি বলে বোঝাতে পারব না। আনন্দ হচ্ছে, কষ্ট হচ্ছে। এত দিনের একটা জার্নি শেষ হচ্ছে, খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে।” এর আগে রামকৃষ্ণ সৌরভও ‘শেষের সেদিন’ নিয়ে মুখ খুলেছিলেন টিভিনাইন বাংলার কাছে। বলেছিলেন, “কিছুদিন সময় লাগবে। সময় লাগবে নিজেকে বিশ্বাস করাতে আমি আর রামকৃষ্ণ নই। আমার চেহারা, আমার মন যে মানুষটার চেয়ে অনেক আলাদা তা অনুধাবন করতেই খানিক বিরতি নিতেই হবে। হতে পারে দু’মাস।”
যোগ করেছিলেন, “এই জাতীয় চরিত্রকে দেখে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়। একটু একটু করে ঠাকুরের চরিত্রে নিজেকে গড়েছি। সেখান থেকে বেরিয়ে আসার জন্য সময় চাই। বিরতি ঠিক বলব না, তবে দু’মাস নিজেকে কিছুটা সময় দিতে চাই”।
ক্রমে সন্ধে নেমে এল স্টুডিয়োপাড়ায়। রাসমণীর সেটে বিষাদ হয়ে উঠল গাঢ়। কাল থেকে আর রামকৃষ্ণ সাজা হবে না সৌরভের। থাকবে না কলটাইমের তাড়াও। শেষ পর্বের শুট শেষ হল। কষ্ট চেপেই ক্রু-মেম্বারদের গাড়ি ছুটল বাড়ির দিকে।
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়