Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: ‘রামকৃষ্ণ নই বিশ্বাস করতে সময় লাগবে…’, শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণী’

কিছু মাস আগেই ওই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। নামভূমিকায় ছিলেন তিনি। ধারাবাহিকের প্লট অনুযায়ী রাসমণী প্রয়াত হন। শেষ হয় দিতিপ্রিয়ার প্লটও।

Bengali Serial: 'রামকৃষ্ণ নই বিশ্বাস করতে সময় লাগবে...', শেষ হচ্ছে 'করুণাময়ী রাণী রাসমণী'
শেষ হচ্ছে 'করুণাময়ী রাণী রাসমণী'
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 8:47 PM

২০১৭-তে শুরু হয়েছিল জার্নি। ২০২২-এ হচ্ছে শেষ। দীর্ঘ পাঁচ বছর মুখের কথা নয়। নানা চরিত্র এসেছে। নানা চরিত্রের সমাপ্তিও ঘটেছে। মাঝে মধ্যেই রটেছে ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুজব। তবে এবার আর গুজব নয়। দীর্ঘ পাঁচ বছরের যাত্রাপথ পেরিয়ে অবশেষে শেষ হচ্ছে একসময় টিআরপিতে রাজত্ব করা ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’।

সূত্র জানাচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি শেষ শুটিং হবে ধারাবাহিকটির। আগামী ১৩ জানুয়ারি টেলিকাস্টের শেষ তারিখ। টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল ধারাবাহিকের রামকৃষ্ণ অর্থাৎ সৌরভ সাহা। সেই খবরেই শিলমোহর বসিয়ে সৌরভ জানান, কিছুটা খারাপ লাগা কাজ করছে নিঃসন্দেহে। তবে নতুন এলে পুরনোকে জায়গা ছেড়ে দেওয়াই যে রীতি। কী করবেন এবার তিনি? অন্য ধারাবাহিক, সিরিজ নাকি বর পর্দা? তাঁর কথায়, “কিছুদিন সময় লাগবে। সময় লাগবে নিজেকে বিশ্বাস করাতে আমি আর রামকৃষ্ণ নই। আমার চেহারা, আমার মন যে মানুষটার চেয়ে অনেক আলাদা তা অনুধাবন করতেই খানিক বিরতি নিতেই হবে। হতে পারে দু’মাস।” আর তারপর?

সৌরভ জানালেন, ধারাবাহিকের পরিসরে আটকে না থেকেও শিল্প মাধ্যমে বিভিন্ন শাখায় নিজেকে মেলে ধরতে চান অভিনেতা হিসেবে। হতেই পারে তা ওয়েব সিরিজ কিংবা থিয়েটার। তাঁর কথায়, “এই জাতীয় চরিত্রকে দেখে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়। একটু একটু করে ঠাকুরের চরিত্রে নিজেকে গড়েছি। সেখান থেকে বেরিয়ে আসার জন্য সময় চাই। বিরতি ঠিক বলব না, তবে দু’মাস নিজেকে কিছুটা সময় দিয়েই যারা আমায় চেনেন, বা যে সব পরিচালক-প্রযোজক চেনেন না তাঁদের সবার সঙ্গে কাজ করতে আগ্রহী”।

কিছু মাস আগেই ওই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। নামভূমিকায় ছিলেন তিনি। ধারাবাহিকের প্লট অনুযায়ী রাসমণী প্রয়াত হন। শেষ হয় দিতিপ্রিয়ার প্লটও। এর পর ধারাবাহিকে থেকে বিদায় নেন মথুর বাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায়ও। গৌরব এই মুহূর্তে কাজ করছেন অন্য এক চ্যানেলের প্রধান চরিত্র হিসেবে। দিতিপ্রিয়াও ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় নিজেকে মেলে ধরছেন নতুন ভাবে। ‘…রাসমণী’ শেষে সৌরভ কী করেন তা দেখতেই মুখিয়ে তাঁর অনুরাগীরা।