সন্তানের মুখ না দেখানোর কারণ প্রকাশ্যে আনলেন মধুবনী
প্রসঙ্গত, শুধু মধুবনী নয়, হালফিলে বলিনায়িকাদের অনেককেই এমন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় অনুষ্কা শর্মা ও করিনা কাপুর খানের নাম।
সন্তান জন্ম দেওয়ার কেটেছে বেশ কয়েক মাস। এরই মধ্যে ছেলের অগুন্তি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কিন্তু কোনও ছবিতেই সন্তান কেশবের মুখ দেখাননি তিনি। এ নিয়ে কমেন্ট বক্সে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। কেন ছেলের মুখ দেখান না মধুবনী? অবশেষে মুখ খুললেন তিনি।
কেশবের মুখ আড়াল করে আবারও একটি পোস্ট করেছেন মধুবনী। সব্বার উদ্দেশ্যে একটি কথা বলেছেন। বলেছেন মুখ না দেখানোর কারণ। জানিয়েছে এই সিদ্ধান্ত তাঁর পরিবারের একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমরা ওর ফেস বা ছবি এই মুহূর্তে নেটে ছড়িয়ে দিতে চাই না।” তবে যে সেলিব্রিটিরা তা করে থাকেন তা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানাচ্ছেন মধুবনী। তিনি যোগ করেন, “আমাদের যদি কখনও মনে হয়, আমরাও নিশ্চয়ই দেব। কিন্তু আপাতত আমাদের মনে হচ্ছে না। আশা করি, আমাদের এই সিদ্ধান্তকে আপনরা সকলে রেস্পেক্ট করবেন।”
প্রসঙ্গত, শুধু মধুবনী নয়, হালফিলে বলিনায়িকাদের অনেককেই এমন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় অনুষ্কা শর্মা ও করিনা কাপুর খানের নাম। মেয়ে ভামিকার জন্মের বেশ কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মেয়ের মুখের ছবি শেয়ার করেননি তিনি। করিনা কাপুরের ক্ষেত্রেও চিত্রটা খানিক এক। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর হাসপাতাল থেকেই মা ও ছেলের ছবি শেয়ার করেছিলেন বাবা সইফ। কিন্তু জেহ, করিনার দ্বিতীয় সন্তানের জন্মের আগেই সইফিনা জানিয়ে দিয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি আর হচ্ছে না। এই সব ক্ষেত্রেই বাচ্চাদের নিয়ে পাপারাৎজির বাড়াবাড়ি এড়াতেই এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তাঁরা। মধুবনীও একই পথে হাঁটলেন। তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
আরও পড়ুন- আমার জীবনে সুবানের অবদান কোনওদিনও ভুলব নাঃ ‘শ্যামা’ তিয়াসা