Manali-Sweta: মেকআপ রুমে ঝাঁটা হাতে চড়ুইয়ের দিকে তেড়ে এল ফুলঝুড়ি, তারপর কী হল?
চিত্রনাট্যের প্লট অনুযায়ী, পর্দায় চড়ুইকে ঝাঁটাপেটা করতে পারবেন না ফুলঝুড়ি।
অন-স্ক্রিন তো রাগ দেখানো যাচ্ছে না। তাই যাবতীয় রাগ মেকআপ রুমেই উগরে দিল ফুলঝুড়ি। কার উপর রাগ? কার আবার চড়ুই! যাঁরা ‘ধুলোকণা’ সিরিয়ালটি দেখেন, তাঁরা জানেন এই মুহূর্তে কী ঘটছে সেই ধারাবাহিকে। একদিকে লালনকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে চড়ুই। অন্যদিকে লালন-ফুলঝুড়ির প্রেম দিনদিন বাড়ছে। তাই ফুলঝুড়ির থেকে লালনকে কেড়ে নিতে চাইছে চড়ুই। রাগ হবে না ফুলঝুড়ির! চিত্রনাট্য যেভাবে এগোচ্ছে, তাতে আগামীদিনে কী হবে এখন থেকে হলফ করে বলা যাচ্ছে না। এদিকে লালন চাইছে ফুলঝুড়ির সঙ্গে পালাতে। তার মধ্যে চড়ুই শুরু করেছে বাড়াবাড়ি। লালন-ফুলঝুড়ির পথের কাঁটা সে।
View this post on Instagram
চিত্রনাট্যের প্লট অনুযায়ী, পর্দায় চড়ুইকে ঝাঁটাপেটা করতে পারবেন না ফুলঝুড়ি। জীবন থেকে আপদ বিদায় করতে পারবে না সে। আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া আর আত্মত্যাগ করা ছাড়া কোনও উপায় নেই তার। ফলে ফ্লোরে ক্যামেরা বন্ধ হতেই মেকআপরুমে চড়ুই, অর্থাৎ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বাগে পেছেন ফুলঝুড়ি, অর্থাৎ অভিনেত্রী মানালী দে। দারুণ মজা করে রিল তৈরি করেছেন। ‘মর্জিনা আবদুল্লা’ ছবির ‘মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর’ বিখ্যাত গানের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন দু’জন। পর্দার শোধ তুলেছেন মেকআপ রুমে যাকে বলে!
টেলিভিশনের অতিপরিচিত মুখ মানালী। ‘বউ কথা কও’ ধারাবাহিকের হাত ধরে তাঁর উত্থান। ছবিতেও কাজ করেছেন। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘গোত্র’। অভিনয় করেছেন ‘নকশিকাঁথা’ ধারাবাহিকে। অন্যদিকে শ্বেতার উত্থানও টেলিভিশন থেকেই। তাঁকে শেষবার দেখা যায় ‘প্রেমটেম’ ছবিতে এক কলেজ ছাত্রীর চরিত্রে।
আরও পড়ুন: Athiya Shetty: কোন ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি?