দুই খুদের মধ্যে একজন অভিনয় করেন, কে বলুন তো?

Mimi Dutta: আসলে দুই খুদের একজনকে আপনি টেলিভিশনের পর্দায় দেখেন। তাঁর অভিনয় পছন্দ করেন দর্শকের বড় অংশ।

দুই খুদের মধ্যে একজন অভিনয় করেন, কে বলুন তো?
চিনতে পারছেন? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 8:43 PM

ছবিতে দুই খুদেকে দেখা যাচ্ছে। দাদা আর বোন। দাদা সোজা ক্যামেরায় তাকিয়ে। আর বোনের চোখ উপর দিকে। এই দুই খুদের মধ্যে একজন আপনার পরিচিত। কে বলুন তো?

আসলে দুই খুদের একজনকে আপনি টেলিভিশনের পর্দায় দেখেন। তাঁর অভিনয় পছন্দ করেন দর্শকের বড় অংশ। আপনাকে আরও একটা ক্লু দেওয়া যাক। যাঁর কথা বলা হচ্ছে, তিনি সদ্য বিয়ে করেছেন। এ বার চিনতে পারছেন?

View this post on Instagram

A post shared by Mimi Dutta (@duttamimi007)

এই দাদা এবং বোনের জুটির বোন আপনার পরিচিত। তিনি হলেন অভিনেত্রী মিমি দত্ত। আজ মিমির দাদার জন্মদিন। শুভেচ্ছা জানাতে ছোটবেলার একটুকরো স্মৃতি শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য 

লকডাউনে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মিমি। তবে শুধুমাত্র ছুটি কাটানো নয়। এর মধ্যে পরবর্তী কাজের কথাও সেরে ফেলেছেন তিনি। দিন কয়েক আগে TV9 বাংলাকে অভিনেত্রী জানান, ইতিমধ্যেই একটি ধারাবাহিকের অফার পেয়েছেন। কিন্তু ডেট নিয়ে সমস্যা হতে পারে। তাই এখনও কথাবার্তা চলছে। পাশাপাশি টেলিভিশনের জন্য তৈরি একটি ছবির কথা প্রায় ফাইনাল হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে শুটিং।

আরও পড়ুন, ছোটবেলায় দুষ্টুমি করে বিপদে পড়েছিলেন রণবীর, শেয়ার করলেন নীতু