AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোটবেলায় দুষ্টুমি করে বিপদে পড়েছিলেন রণবীর, শেয়ার করলেন নীতু

Ranbir kapoor: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ সদ্য অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন নীতু। ছেলের দুষ্টুমির কথা বলতে গিয়ে হেসে ফেলেন।

ছোটবেলায় দুষ্টুমি করে বিপদে পড়েছিলেন রণবীর, শেয়ার করলেন নীতু
নীতু এবং রণবীর।
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 7:26 PM
Share

রণবীর কাপুর। অভিনয় দক্ষতায় বলিউডে নিজের পায়ের তলার জমি বহু আগেই শক্ত করে ফেলেছেন তিনি। তার উপর পারিবারিক ঐতিহ্য তো রয়েইছে। এ হেন অভিনেতার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পরও মহিলা অনুরাগীদের কাছে তাঁর ভালবাসার পরিমাণ এতটুকুও কমেনি। এ হেন রণবীর ছোটবেলায় কেমন ছিলেন? সদ্য সে সব কাহিনি শেয়ার করলেন তাঁর মা নীতু কাপুর।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ সদ্য অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন নীতু। প্রয়াত ঋষি কাপুরের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন নীতু। আবার ছেলের দুষ্টুমির কথা বলতে গিয়ে হেসে ফেলেন।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য 

নীতু জানান, একবার নিউ ইয়র্কে নাকি দুষ্টুমি করে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেন রণবীর। যা সরাসরি ফায়ার ব্রিগেড স্টেশনে বেজেছিল। নীতুর কথায়, “হঠাৎই দেখি আমাদের বাড়ির নীচে অনেকগুলো ফায়ার ট্রাক চলে এসেছে। রণবীর ফায়ার অ্যালার্ম বাজিয়ে কাউকে কিছু না বলে সোজা ওর ঠাকুমার কাছে চলে গিয়েছিল। ঠাকুমাকে বলেছিল, আমি ফায়ার অ্যালার্ম বাজিয়েছি। তুমি কাউকে কিছু বলো না।”

নীতুর পরের ছবি ‘যুগ যুগ জিও’। অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণীর মতো শিল্পীর সঙ্গে ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে সে ছবি কবে মুক্তি পাবে, তা এখনও জানেন না তিনি।

আরও পড়ুন, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর কোন অংশ লেখা কঠিন ছিল? শেয়ার করলেন চিত্রনাট্যকার