‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর কোন অংশ লেখা কঠিন ছিল? শেয়ার করলেন চিত্রনাট্যকার
The Family Man 2: সুপ্রাণ মনে করেন, মুখ্য দুই অভিনেতা মনোজ বাজপেয়ী এবং সামান্থা আকিনিনি যাঁরা ‘শ্রীকান্ত তিওয়ারি’ এবং ‘রাজি’ চরিত্রে অভিনয় করেছেন, তাঁদের দু’জনের মধ্যে জিজ্ঞাসাবাদের দৃশ্য লেখাই নাকি সবথেকে কঠিন কাজ ছিল।
গত কয়েকদিনে ওটিটি প্ল্যাটফর্মের যে সব ওয়েব সিরিজ নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ‘ফ্যামিলি ম্যান ২’। অভিনয় হোক বা চিত্রনাট্য সব কিছুতেই বেশিরভাগ দর্শকের কাছে ফুল মার্কস পেয়েছে এই সিরিজ। কিন্তু সবটাই সম্ভব হয়েছে জমাটি লেখনীর জন্য। এ কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সব কলাকুশলী। যিনি ‘ফ্যামিলি ম্যান ২’-এর চিত্রনাট্যের অধিকাংশ দায়িত্ব সামলেছেন সেই সুপ্রাণ ভার্মা এ বার মুখ খুললেন।
সুপ্রাণ মনে করেন, মুখ্য দুই অভিনেতা মনোজ বাজপেয়ী এবং সামান্থা আকিনিনি যাঁরা ‘শ্রীকান্ত তিওয়ারি’ এবং ‘রাজি’ চরিত্রে অভিনয় করেছেন, তাঁদের দু’জনের মধ্যে জিজ্ঞাসাবাদের দৃশ্য লেখাই নাকি সবথেকে কঠিন কাজ ছিল। সুপ্রাণের কথায়, “আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছিল। এলামে সিভিল ওয়ারে ঠিক কী হয়েছিল, তা নিয়ে পড়াশোনা করেছিলাম। কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওখানকার মানুষ গিয়েছিলেন, তা জানতে হয়েছিল। রাজি চরিত্রটিকে সেই প্রজন্মের সন্তান হিসেবে দেখানো হয়েছে। ওর নিজের জীবন যন্ত্রণা এতটাই যে আর কিছু প্রয়োজন হয় না। সেটা লেখা সবথেকে কঠিন ছিল”। সুপ্রাণ মনে করেন, তাঁর লেখা চিত্রনাট্য জীবন্ত করে তুলতে মনোজ এবং সামান্থা পরিশ্রম করেছেন। তার ফলাফল যে দর্শকের ভাল লেগেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তৃতীয় সিজন শুরু হওয়া প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে এই সিরিজের মুখ্য অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, “প্রত্যেকেই এখন গৃহবন্দি। আগে লকডাউন উঠে যাক। সব সুযোগ তৈরি হোক। আমি নিশ্চিত এর তৃতীয় সিজন তৈরি হবে। এখন তো লেখকরাও বন্দি। কিন্তু গল্প বা চিত্রনাট্য তো ওদের মাথাতেই রয়েছে। সব কিছু ঠিক থাকলে তৃতীয় সিজন তৈরি হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।”
এই সিরিজের প্রথম সিজনে মুম্বই, দিল্লি, কাশ্মীরে শুটিং হয়েছিল। দ্বিতীয় সিজনে চেন্নাই, লন্ডন, মুম্বই এবং দিল্লির বিভিন্ন অংশে শুটিং হয়। তৃতীয় সিজনে সম্ভবত উত্তরপূর্ব ভারতের কিছু অংশ দেখতে পাবেন দর্শক। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শুরু করার আগে পরিচালক জুটি রাজ এবং ডিকে সম্ভবত অন্য একটি ওয়েব সিরিজ তৈরি করবেন। সেখানে শাহিদ কাপুরকে নিয়ে কাজ করবেন তাঁরা। সেই ওয়েব সিরিজের কাজ শেষ হলে ফের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজে হাত দেবেন তাঁরা।
আরও পড়ুন, শুটিংয়ে ফিরলেও ‘ভিলেনে’র কারসাজি আটকাতে পারলেন না শ্রীলেখা