Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিংয়ে ফিরলেও ‘ভিলেনে’র কারসাজি আটকাতে পারলেন না শ্রীলেখা

Sreelekha Mitra: শ্রীলেখা ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা অভিনয় করছেন ‘নির্ভয়া’তে।

শুটিংয়ে ফিরলেও ‘ভিলেনে’র কারসাজি আটকাতে পারলেন না শ্রীলেখা
শ্রীলেখা মিত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 6:10 PM

দীর্ঘদিন পরে ফ্লোরে ফিরেছেন শ্রীলেখা মিত্র। শুরু হয়েছে শুটিং। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’র শুটিং করছেন তিনি। এতদিন পরে কাজ শুরু করলেও, ভিলেনের কারসাজি নাকি আটকাতে পারছেন না অভিনেত্রী!

রবিবার শুটিং ফ্লোর থেকে TV9 বাংলাকে শ্রীলেখা বললেন, “এতদিন পর কাজ শুরু করতে পেরে খুব ভাল লাগছে। কিন্তু গরমটাই ভিলেনের কাজ করছে। এতদিন ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিং হচ্ছিল। আজ আমরা রিষড়ায় শুটিং করছি। আমার চরিত্রের নাম নন্দিতা। বাকিটা ক্রমশ প্রকাশ্য। আরও চার পাঁচদিনের কাজ বাকি।” গরমের আবহাওয়াকেই মজা করে ‘ভিলেন’ সম্বোধন করলেন শ্রীলেখা।

কথা বলতে বলতেই শট রেডি, ডাক পড়ল শ্রীলেখার। শ্রীলেখা ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা অভিনয় করছেন ‘নির্ভয়া’তে। এই ছবিতেই প্রথমবার দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকে। নারী কেন্দ্রিক কোর্টরুম ড্রামার গল্প। চিত্রনাট্যের অনেকটা জুড়েই আছে আইনের ভাষা। ফলে জোরদার প্রস্তুতি নিয়েই শুটিং শুরু করে দিয়েছেন শিল্পীরা।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য

জানা গিয়েছে, লকডাউনের আগে দিন দুয়েকের শুটিং হওয়ার পর বন্ধ করে দিতে বাধ্য হন নির্ভয়ার নির্মাতারা। লকডাউনের পর সরকারি নিয়ম মেনে কাজ শুরু হয়েছে। সর্বস্তরে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সেটে মাস্ক, স্যানিটাইজেশন কড়া ভাবে মেনে চলছেন শিল্পী ও কলাকুশলীরা।

আরও পড়ুন, অন্তঃসত্ত্বা অবস্থার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন শ্রেয়া