Mithai Update: সুখবর দিল সিড-মিঠাই, যদিও বদলে যাচ্ছে সম্প্রচারের সময়

Mithai: মা হতে চলেছে মিঠাই। সকলেই বেজায় খুশি। এমন কি পরিবারের দুষ্টু বউ তোর্সাও আনন্দে গা ভাসিয়ে দেয়।

Mithai Update: সুখবর দিল সিড-মিঠাই, যদিও বদলে যাচ্ছে সম্প্রচারের সময়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 3:19 PM

মিঠাই ধারাবাহিকে এখন নয়া মোড়। একের পর এক সুখবর শেয়ার করে যাচ্ছে পরিবারের সদস্যরা। তবে এবার স্বাদটা বেশ ভিন্ন। মিঠাই মা হতে চলেচে। হালুম চলে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল আবদার। বায়না করত সে সিডের কাছে একটি সন্তানের। তেমনটার জন্য প্রস্তুত ছিল না সিদ্ধার্থ। যদিও মিঠাই কিডন্যাপ হওয়ার পর থেকেই সে আক্ষেপ করা শুরু করে। কীভাবে কেন এমনটা ঘটল তা ভাবার পাশাপাশি সে ভাবতে শুরু করে কীভাবে মিঠাইকে সে এ দুঃখ দিতে পারল। এরপর মিঠাইকে বাড়িতেই আনার পরই স্থির করে সিদ্ধার্থ যে নতুন করে সবটা সাজিয়ে নেবে। মিঠাইকে সে সুখী করতেই পরিবারের সিদ্ধান্ত নেয়।

এরপরই মেলে সুখবর। মা হতে চলেছে মিঠাই। সকলেই বেজায় খুশি। এমন কি পরিবারের দুষ্টু বউ তোর্সাও আনন্দে গা ভাসিয়ে দেয়। জানায়, সে যেমনই হোক ছোট্ট সদস্যকে আগলে রাখবে ও ভালবাসবে। মিঠাইয়ের সঙ্গে এভাবেই সবটা জুড়ে যায় মোদক পরিবারের। ঝড়ের গতিতে পাল্টে যায় মন খারাপের পর্ব। দাদু ঠাম্মা থেকে শুরু করে হল্লা পার্টি, এভাবেই একে একে আনন্দে মেতে ওঠার আয়োজনে গা ভাসিয়ে দেয়।  তবে এই ধারাবাহিকের সম্প্রচারের সময় যাচ্ছে বদলে। না, আর রাত আটটায় নয়, এবার সেই স্লটে আসছে নতুন ধারাবাহিক নিম ফুলের মালা।

১৪ নভেম্বর থেকে মিঠাই সম্প্রচারিত হবে ঠিক সন্ধে ছটায়। এই সময়ই দেখা যাবে মিঠাইয়ের নতুন পর্ব। ধারাবাহিকের প্রমো শেয়ার করে এই খবরই সামনে আনা হয়। যেখানে দেখা যায় মিঠাইয়ের সঙ্গে বিশেষ অনুষ্ঠানে সিদ্ধার্থও যোগ দিচ্ছে। তবে আবারও কোনও নতুন সমস্যা আসছে না তো পরিবারের দিকে! তা নিয়ে মাঝে মধ্যেই ভাবায় সিডকে। যদিও এখন সে সব চিন্তা ভুলে ধারাবাহিকে কেবলই সেলিব্রেশন পালা।