AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত মোনালিসা, বাড়িতেই আইসোলেশনে অভিনেত্রী

বিক্রান্ত জানিয়েছেন, মোনালিসা উপসর্গহীন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি।

করোনা আক্রান্ত মোনালিসা, বাড়িতেই আইসোলেশনে অভিনেত্রী
মোনালিসা।
| Updated on: Apr 02, 2021 | 8:11 PM
Share

করোনা (covid 19) আক্রান্ত হলেন টেলিভিশন (TV) অভিনেত্রী (Actress) মোনালিসা (Monalisa)। ‘বিগ বস ১০’-এ অংশ নিয়েছিলেন মোনালিসা। বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-তেও তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। এ হেন অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন। মোনালিসার স্বামী বিক্রান্ত সাংবাদিকদের এই খবর জানিয়েছেন।

বিক্রান্ত জানিয়েছেন, মোনালিসা উপসর্গহীন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি।

‘নমক ইসক কা’-তে ইদানিং মোনালিসাকে দেখেছেন দর্শক ইরাবতীর চরিত্রে। আপাতত অসুস্থতার কারণে সব কাজ বন্ধ। মোনালিসার করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সব কলাকুশলীকে সতর্ক করা হয়েছে। ইউনিটের তরফ থেকে প্রত্যেককে করোনা টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন, সাতপাকে বাঁধা পরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়

গত কয়েকদিনে আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, বিক্রান্ত মেসি, ফতিমা সানা শেখ, সতীশ কৌশিক, আলিয়া ভাট, বাপ্পি লাহিড়ির মতো একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। সে কারণে সব মহলে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ প্রসঙ্গে অনুরাগীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মোনালিসাও।