Neel Bhattacharya: ঠাকুমার মৃত্যুতে হাসছেন নীল! ‘ছিঃ’, ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষ
Neel Bhattacharya: সামনে ঠাকুমার ছবি, গলায় বেল-জুঁইয়ের মালা। তারই সামনে বসে সমানে হেসে চলেছেন নীল। তাঁকে সঙ্গত দিচ্ছে আয়ুষ দাস। দু'জনের ঈশারায় হচ্ছে কথা।

সামনে ঠাকুমার ছবি, গলায় বেল-জুঁইয়ের মালা। তারই সামনে বসে সমানে হেসে চলেছেন নীল। তাঁকে সঙ্গত দিচ্ছে আয়ুষ দাস। দু’জনের ঈশারায় হচ্ছে কথা। হাসি যেন থামতেই চায় না দু’জনের। সম্প্রতি এমনই এক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও মিমের বন্যা। কেউ বলছেন অবিবেচক, আবার কারও মতে নীল নেহাতই অসংবেদনশীল। ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করছেন নীল। সেখানেই এই মুহূর্তে দেখানো হচ্ছে, সিরিয়ালের ঠাম্মি প্রয়াত হয়েছেন। শোকস্তব্ধ গোটা পরিবার। এ তো গেল রিল দুনিয়ায়। কিন্তু রিয়েলে এই মৃত্যুর শুটিং করতে গিয়েই হেসে কুলকিনারা পাচ্ছেন না নীল ও তাঁর সতীর্থ। সমালোচনা যেমন হয়েছে, একই সঙ্গে কিন্তু নীলের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। যারা সমালোচনা করছেন, তাঁদের কাছে অনুরোধ রেখেছেন, কোনও ভাবে যেন রিল ও রিয়েলকে এভাবে গুলিয়ে ফেলা না হয়।
কিছু মাস আগেই রটেছিল স্ত্রী তৃণার সঙ্গে নাকি সুখের সংসারে ভাঙন ধরেছে নীলের। কোথা থেকে নীল ও তৃণার বিচ্ছেদের গুঞ্জন? গত ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। গত বছরেও স্ত্রীর জন্মদিনে নীল করেছিলেন এলাহি আয়োজন। তবে, এবার দেখা গিয়েছিল সম্পূর্ণ অন্য এক চিত্র। নিজের সিরিয়ালের সেটেই জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। নীল ছিলেন না সেই আয়োজনে। এরপরেই গুঞ্জন ওঠে, তবে কি সম্পর্কে ভাঙন? যদিও অভিনেতা মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, তৃণার শরীর খারাপের জন্যই বড় করে আয়োজন হয়নি। তবে ছোটখাটো সেলিব্রেশন হয়েছে। অন্যদিকে তৃণাও জানিয়েছিলেন, যা রটছে তা রটনা বইকি কিছুই নয়। তাঁদের কথাই সত্যি প্রমাণিত হয়েছিল। এই মুহূর্তে দু’জনেই চুটিয়ে সংসার করছেন। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি তাঁরা, দুজনের আলাপ সেই ছাত্রজীবন থেকেও। নীল আগে কেরিয়ার শুরু করেছেন। তৃণার আগমন বেশ কিছুটা পরে। বরাবরই পড়াশোনায় ভাল তৃণার ইচ্ছে ছিল সেই দিকেই কেরিয়ার গড়ার। তবে জীবন তাঁর জন্য ছকেছিল অন্য কিছু। এই মুহূর্তে নতুন ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষায় তিনি, অন্যদিকে নীল ব্যস্ত ‘বাংলা মিডিয়াম’ নিয়ে।
View this post on Instagram





