Bengali Serial: ব্রহ্মচারী পরিবারে প্রেম-বিয়ে! আদপে কি ফুঁটবে “বিয়ের ফুল”, আসছে নতুন ধারাবাহিক
Bengali Serial: সর্বনাশ দাদু বা পরিবারের বাকিরা যদি জানতে পারে? তাই উল্টো পথে পালিয়েই নিজেদের বাঁচানোর চেষ্টা করে চলেছেন তারা। কী ভাবছেন, গল্প বেশ মজার তো!
ব্রহ্মচারী পরিবারে বিয়ে? প্রেম? ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না, সবটাই পাঁচ ভাই ও দাদুর পরিবারের বাস্তব কাহিনি। কীভাবছেন, মেয়ে? বাড়ির পরিচারিকা? না, এই পরিবারের ধারে কাছে কোনও মহিলা নেই। সকলেই একজোট হয়ে শপথ নিয়েছেন তাঁরা মহিলা থেকে দূরেই থাকবেন। তবে গল্পে টুইস্ট থাকবে না, তা কি হয়! এই পরিবারেরই দুই ছেলের ভাগ্যের চাকা ঘোরে…। মনের কোণে প্রেম দেখা দিলেও তা থেকে পালিয়ে বেড়াতে মরিয়া তারা। কারণ গল্পে আছে দুই রাজকন্যা, তারা আবার প্রেম নিয়ে বেশ সাবলীল। প্রকাশ্যেই মনের কথা জানাতে পিছু নিয়েছে এই পরিবারেরই দুই ছেলের?
সর্বনাশ! দাদু বা পরিবারের বাকিরা যদি জানতে পারে? তাই উল্টো পথে পালিয়েই নিজেদের বাঁচানোর চেষ্টা করে চলেছেন তারা। কী ভাবছেন, গল্প বেশ মজার তো! সাংসারিক কুটকাচালি নয়, রান্নায় নুন মিশিয়ে দেওয়া নয়, নিপাট এক হাসির ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই। চিরো কুমার ব্রহ্মচারী দাদুর ছত্রছায়ায় বেড়ে ওঠা নাতিরা ঠিক কী করে, তা দেখার অপেক্ষায় এখন মরিয়া ভক্তরা। মুক্তি পেয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো। নাম, বিয়ের ফুল। প্রোমো দেখা মাত্রই কমেন্ট বক্স খুশির হাওয়া।
ধারাবাহিকে রয়েছে একগুচ্ছ স্টার। দুলাল লাহিড়ী, মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, রাজা গোস্বামী, শৌভিক বন্দ্যোপাধ্যায়, একতা গঙ্গোপাধ্যায়, নবনীতা দাস প্রমুখেরা। গল্পের দুই নায়িকা, অর্থাৎ বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছে ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যায় ও কলি স্বর্ণ কুমারের প্রেমে হাবুডুবু। এই দুই জুটিকে ঘিরেই এগোবে গল্প। ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে পর আবারও পর্দায় রাজা-নবনীতা জুটি। পরিচালক শিবাংশু ভট্টাচার্য্য পরিচালনায় আগামী জুন মাস থেকেই এই ধারাবাহিক দেখা যাবে সান বাংলায়। প্রোমো দেখা মাত্রই শুরু ভক্তদের অপেক্ষার পালা, কমেন্ট বক্সে নজরে এল ‘দারুণ লাগলো, অপেক্ষায় থাকলাম’।