Parineeti Chopra: বাঁধ মানল না চোখের জল, প্রকাশ্যেই হাউহাউ করে কান্না পরিণীতির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 26, 2021 | 6:08 PM

রিয়ালিটি শো'র মঞ্চে এসে নিজেকে ধরে রাখতে পারলেন না পরিণীতি চোপড়া। কেঁদে ফেললেন হাউহাউ করে। কেন?

Parineeti Chopra: বাঁধ মানল না চোখের জল, প্রকাশ্যেই হাউহাউ করে কান্না পরিণীতির
কাঁদছেন পরিণীতি চোপড়া।

Follow Us

পদবীতে রয়েছে স্টারকিড লিনিয়েজ। নিজেও সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু রিয়ালিটি শো’র মঞ্চে এসে নিজেকে ধরে রাখতে পারলেন না পরিণীতি চোপড়া। কেঁদে ফেললেন হাউহাউ করে। কেন?
রিয়ালিটি শো ‘হুনারবাজ’-এ বিচারকের আসনে দেখা যেতে চলেছে পরিণীতিকে। সহ বিচারক মিঠুন চক্রবর্তী ও করণ জোহর। সেখানেই এক প্রতিযোগীর করুণ কাহিনী হৃদয় ছুঁয়ে যায় পরিণীতির।

কাঁদতে কাঁদতে সেই প্রতিযোগী জানান, মুম্বইয়ে পৌঁছে কোনও থাকার জায়গা ছিল না তাঁর। গাছের নিচে দিন কাটাতে হত। আসায় বসে থাকতেন কেউ হয়তো খাবার নিয়ে আসবে বা খাবারের জন্য পয়সা দেবে কিন্তু কারও দেখা মেলেনি। প্রতিযোগীর সততা, অধ্যবসায় আর নাচের জন্য প্যাশন মুগ্ধ করে অভিনেত্রীকে। হাউহাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, “যারা মন থেকে খাঁটি, তাঁদের কষ্ট হলে আমার মন ভেঙে যায়।” পাশে বসা করণ জোহরেরও তখন মুখ ভার। ছলছল চোখে তিনিও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকেন পরিণীতিকে।

রিয়ালিটি শো’টিতে করণ-মিঠুন ও পরিণীতির বিচারকের আসনে বসার পাশাপাশি রয়েছে আরও চমক। ওই শো’র সঞ্চালক ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। এর আগে রিয়ালিটি শো’টির একটি প্রোমো শেয়ার করে করণ লিখেছিলেন, “গুণীদের জন্য এ এক উন্মুক্ত মঞ্চ। এর আগে এমনটা কোনওদিন হয়নি”। এর আগে অনেক রিয়ালিটি শো’র বিচারক হয়েছেন মিঠুন চক্রবর্তী। বিচারকের আসনে দেখা গিয়েছে করণ জোহরকেও। তবে এই প্রথম টিভিতে ডেবিউ করতে চলেছেন পরিণীতি। সে নিয়ে অবশ্য উচ্ছ্বসিত তিনি।

Next Article