Pilu Serial Update: বিন্দির চক্রান্তের ফাঁদ থেকে কি বাঁচতে পারবে রঞ্জা-মল্লার? কী হতে চলেছে আজকের পর্বে

Episode Update: নতুন পরিকল্পনা নিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে বিন্দি। এবার সে স্থির করে প্রত্যেককে একেবারে সরিয়ে দেবে রাস্তা থেকে।

Pilu Serial Update: বিন্দির চক্রান্তের ফাঁদ থেকে কি বাঁচতে পারবে রঞ্জা-মল্লার? কী হতে চলেছে আজকের পর্বে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 6:54 AM

পিলু ধারাবাহিকে এখন নয়া মোড়। সবে মাত্র রঞ্জা ও মল্লার স্বাভাবিক সংসার জীবন শুরু করেছে। বিন্দির ভয়ে কলকাতায় এসেও মিলছে না স্বস্তি। কাজের মেয়ের হাত ধরে কলকাতার বাড়িতে প্রবেশ করে বিন্দি। প্রাথমিকভাবে তাকে দেখে কেউ চিনতে না পারলেও পরিবারের মাথার উপর যে বড় বিপদ ঘনিয়ে আসছে, তা আঁচ করেছিল কম বেশি সকলেই। ফলে প্রত্যেকেই খুব সাবধানতার সঙ্গে থাকার চেষ্টা করে চলেছে। তবে ফাঁক তালে কাজের লোক সেজেই বাড়িতে আস্তানা গেড়েছে বিপদ, তা কারোরই জানা নেই। সুযোগ বুঝে কখনও সে পরিকল্পনা করছে মল্লারকে মারার, কখনও আবার পরিকল্পনা করছে রঞ্জার বড় ক্ষতি করে দেওয়ার।

আর তার এই পথে যে বা যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্তও নিয়েছে বিন্দি। ঘর পরিষ্কারের নামে ফাঁক তালে পাখার স্ক্রু খুলে দেয় বিন্দি। তবে ভাগ্যের জোরে বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যায় মল্লার ও রঞ্জা। জল খেতে উঠে রঞ্জা, তখনই আচমকায় পাখা খুলে পড়ার আঁচ পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে মল্লাদের ঘাড়ে। যদিও দূর থেকে এসে মল্লারকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে রঞ্জা, তবে নিজে স্বস্তি পায় না সে ‌। যার ফলে আঘাত পায় মাথায়। ডাক্তার দেখে যায়, পরিবারের সকলের কাছ থেকে বিষয়টাকে লুকিয়ে রাখার চেষ্টা করে পিলু আহিররা। তবে লাভের লাভ খুব একটা হয় না।

পরের দিনই নতুন পরিকল্পনা নিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে বিন্দি। এবার সে স্থির করে প্রত্যেককে একেবারে সরিয়ে দেবে রাস্তা থেকে। বিষ নিয়ে আসে সঙ্গে করে, যা খাবারে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে মল্লারের স্নানের জলে ইলেকট্রিক তার ডুবিয়ে রাখে। এবারও কি ভাগ্যের জোরে বা বুদ্ধি খাটিয়ে বেঁচে যাবে এই জুটি। পিলু কি পারবে বিন্দির পরিকল্পনা বুঝতে! যদিও পিলুর সন্দেহর তালিকায় ইতিমধ্যেই বাড়ির নতুন কাজের লোক নাম লিখিয়েছে। বয়স হলেও তার হাতের চামড়া বেশ টানটান, পাশাপাশি অতিরিক্ত তার কাজে ভুল, রোজই কিছু না কিছু ভাঙছে, হাত থেকে পড়ে যাচ্ছে। কেন হচ্ছে তা প্রশ্ন করে বসে পিলু, মাথায় রয়েছে প্লাসটা সে বিন্দির কাছেই দেখেছিল। এখন দেখার পালা বিন্দির এই ঝড় কিভাবে কাটিয়ে ওঠে পিলু ও তার পরিবার।