Rachana Banerjee: ভক্তদের দুঃসংবাদ দিলেন রচনা, জানালেন এই সময় ছেলেই…
Viral News: ছেলেকে আগলেই সবটা রচনার। দক্ষিণ কলকাতার একটি বিলাশবহুল হাউজ়িং কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা।
রচনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। তবে এবার মাদার্স ডে স্পেশ্যাল পর্বে এবার চেয়ারে বসে দেখা মিলল রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনি পায়ে চোট পেয়েছিলেন। এই পর্বের শুটের দিন রচনা মাদার্স ডে নিয়ে মুখ খোলেন। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রোমো।
সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় তিনি সকালেই পরে গিয়েছিলেন। তখন যেভাবে তাঁর ছেলে তাঁর পাশে ছিলেন, সেটাই তাঁর কাছে সব থেকে বড় পাওয়া। রচনার জগত জুড়ে তাঁর পুত্র সন্তান। ছেলেকে আগলেই সবটা রচনার। দক্ষিণ কলকাতার একটি বিলাশবহুল হাউজ়িং কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সেই সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনি পালন করছেন অক্ষরে-অক্ষরে।
ছেলের জন্মদিন পালন করেন ঘরোয়াভাবেই। ছেলের উদ্দেশে রচনা লিখেছিলেন, “আমার ছোট্টটার জন্মদিনে ওকে অনেক অনেক হ্যাপি বার্থডে। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনে সেটাই ছিল, যেদিন তুমি জন্মেছিলে। আমার চাঁদ, তারা, সূর্য তুমি… একজন মায়ের পাওয়া সেরা আশীর্বাদ তুমি।” কেবল তাই নয়, ছেলের জন্মদিনের টুকরো মুহূর্ত রচনা শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। কেট কাটা থেকে শুরু করে নানা বাঙালি পদ রান্না করে তাকে খাইয়েছিলেন যত্ন সহকারে।