Rakhi Sawant: আদিলকে বিয়ে করে ধর্ম বদল রাখীর, নতুন নাম কী হল তাঁর?
Rakhi Sawant: বুধবার রাখী সাওয়ান্তের আদিল খানকে বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিয়ে করেছেন এ কথা মানতে চাননি আদিল খান। যদিও রাখী জানিয়েছেন গত বছর মে মাসেই বিয়ে করেছেন তিনি।
বুধবার রাখী সাওয়ান্তের আদিল খানকে বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিয়ে করেছেন এ কথা মানতে চাননি আদিল খান। যদিও রাখী জানিয়েছেন গত বছর মে মাসেই বিয়ে করেছেন তিনি। বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করেছেন রাখী। তাঁর নতুন নাম রাখী সাওয়ান্ত ফতিমা। মৌলানার উপস্থিতিতে নিকাহনামায় সই করেই বিয়ে হয়েছে তাঁদের। হয়েছে আইনি বিয়েও, এ কথা নিজেই জানিয়েছেন রাখী। কিন্তু কেন তাঁদের বিয়েকে সামাজিক স্বীকৃতি দিচ্ছেন না আদিল? রাখী জানিয়েছেন, এর উত্তর তাঁর কাছে নেই। নিকাহ- র ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, এসেছে বিয়ের ছবিও তা সত্ত্বেও ভাল নেই রাখী। কান্নায় ভেঙে পড়েছেন তিনি।
রাখীর কথায়, “সাত আট মাস যাবত আমি চুপ ছিলাম। আদিলই বলতে বারণ করেছিল। কিন্তু আমি যখন বিগবস মরাঠিতে গিয়েছিলাম তখন অনেক কিছু হয়েছে। আমি হারাম করিনি। আমি হালাল করেছি। জানি না বিয়ের কথা কেন স্বীকার করছেন না আদিল? আমি কী ভুল করেছি?” রাখী জানান, এ দিন সকাল থেকে আদিলকে ফোন করেও তিনি পাননি। রাখীর মা হাসপাতালে ভর্তি। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন তিনি। এমতাবস্থায় আদিলও তাঁদের বিয়েকে মিথ্যে বলে দাবি করেছেন। সব মিলিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন রাখী। তাঁর কথায়, “বিয়ের পর থেকে এতটুকু সুখ পেলাম। নিজের নাম বদলে দিলাম। ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে নিলাম। বিয়ের শংসাপত্র রয়েছে, নিকাহনামা রয়েছে, মৌলানা উপস্থিতিতে বিয়ের যাবতীয় উপাচার পালন করা হয়েছে, তারপরেও কেউ কী করে বিয়ের কথা এভাবে অস্বীকার করতে পারে? আমি ভাবতে পাচ্ছি না।”রাখীর এই পরিস্থিতিতে সহমর্মী তাঁর অনুরাগীরাও। দ্বিতীয় বিয়েতে যেন খুশি হন তিনি, এমনটাই চাইছেন সকলেই।