Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh: ছোট পর্দায় রণবীর! ‘কুইজমাস্টার’ অবতারে আত্মপ্রকাশ অভিনেতার

রণবীর সিং গত সপ্তাহে শোয়ের টিজারের শুটিং শেষ করে ফেলেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুটিং ফ্লোরে নামতে চলেছেন রণবীর। অগাস্ট মাস থেকে এক সর্বভারতীয় চ্যানেলে ‘বিগ পিকচার’-এর টেলিকাস্ট শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।

Ranveer Singh: ছোট পর্দায় রণবীর! 'কুইজমাস্টার' অবতারে আত্মপ্রকাশ অভিনেতার
রণবীর সিং
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 10:10 AM

বলিউড তারকা রণবীর সিং এবার টেলিভিশনের পর্দায়। ভিজ্যুয়াল-ভিত্তিক কুইজ শো ‘দ্য বিগ পিকচার’ মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা। বানজয় এশিয়া এবং আইটিভি স্টুডিওজ় গ্লোবাল এন্টারটেইনমেন্ট বি.ভি. প্রযোজিত এই শো ভুট এবং জিওতেও টেলিকাস্ট হবে।

বিগ পিকচার প্রতিযোগীদের জ্ঞান এবং ভিজ্যুয়াল মেমরি পরীক্ষা করে। তিনটি লাইফলাইনের সাহায্যে প্রতিযোগীদের বারোটি ভিজ্যুয়াল-ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। ইন্টারেক্টিভ ফর্ম্যাটের শো-তে, দর্শকরা তাঁদের বাড়ি থেকে গেমটি খেলতে সক্ষম হবে এবং পুরস্কার জিততে পারবে। অভিনেতার ছোট পর্দার অভিষেকের বিষয়ে রণবীর সিং এক বিবৃতিতে বলেন, “শিল্পী হিসাবে যাত্রাযপথে, পরীক্ষা-নিরীক্ষা ও অন্বেষণের তাগিদ একেবারে স্থির ছিল।

রণবীর সিং।

ভারতীয় সিনেমা অবিশ্বাস্যভাবে আমাকে সব কিছু দিয়েছে—একজন অভিনেতা হিসাবে আমার দক্ষতা অর্জন এবং তা প্রদর্শন করার জন্য আমার কাছে প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এবং আমি দেশের জনগণের কাছ থেকে অপরিসীম ভালবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন, আমি কালার্স দ্য বিগ পিকচারের মাধ্যমে টেলিভিশন অভিষেকের মধ্য দিয়ে তাঁদের সঙ্গে একটি অত্যন্ত অনন্য এবং আকর্ষক উপায়ে যোহস্থাপন করতে চাইছি। ‘এখনকার’ প্রজন্মের কুইজের সঙ্গে ভারতের পরিচয় করানোর প্রস্তাব আমার এই চুক্তিটিকে শীলমোহর দিয়েছে।”

সূত্রের খবর, রণবীর সিং গত সপ্তাহে শোয়ের টিজারের শুটিং শেষ করে ফেলেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুটিং ফ্লোরে নামতে চলেছেন রণবীর। অগাস্ট মাস থেকে এক সর্বভারতীয় চ্যানেলে ‘দ্য বিগ পিকচার’-এর টেলিকাস্ট শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন Kamaal R Khan: সি গ্রেড অভিনেতাদের সি গ্রেড ছবির রিভিউ করি না! তাপসী পান্নুকে কটাক্ষ কামাল খানের