Tolly Gossip: ‘টাকা থাকলে সব সম্ভব’, স্বামীর সঙ্গে ছবি দিতেই তুলোধনা রোশনীকে
Roshni Bhattacharya: স্বামী তুর্য্য সেনের সঙ্গে বিশেষ দিনে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। তবে সে কারণে যে এভাবে ট্রোলের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। তাঁর বরের রূপ নিয়ে এল নেতিবাচক মন্তব্য। এমনকি নেটিজেনদের একটা বড় অংশ রোশনীকে দাগিয়ে দিলেন 'গোল্ড ডিগার' হিসেবেও।
স্বামী তুর্য্য সেনের সঙ্গে বিশেষ দিনে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। তবে সে কারণে যে এভাবে ট্রোলের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। তাঁর বরের রূপ নিয়ে এল নেতিবাচক মন্তব্য। এমনকি নেটিজেনদের একটা বড় অংশ রোশনীকে দাগিয়ে দিলেন ‘গোল্ড ডিগার’ হিসেবেও। ২৪টা মাস আগে ঠিক এই দিনে আইনি বিয়ে সেরেছিলেন রোশনী ও তুর্য্য। বেশ অনেকদিন প্রেমের পর বিয়ে করেন তাঁরা। এ দিন অর্থাৎ শুক্রবার সেই বিশেষ দিনের ছবি শেয়ার করেই রোশনী লিখেছিলেন, “মাই ম্যান, দু’বছর আগে এই দিনেই একটি স্বাক্ষর ওকে আমার বানিয়েছিল। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল এটিই। একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করেছি। আরও অনেক তৈরি করা রয়েছে বাকি।” ওই পোস্টের পরেই ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী রোশনীকে উদ্দেশ্য করে লেখেন, “টাকার জন্যই বিয়ে করেছ এ কথা প্রমাণিত।” আরও একজন লেখেন, “এ যেন বাঁদরের গলায় মুক্তোর মালা’। শুধু রোশনীই নন, এর আগে প্রাক্তন অভিনেত্রী রুশা ভট্টাচার্যকেও স্বামী দেখতে কেমন তা নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। রুশা পাত্তা দেননি। পাত্তা দেননি রোশনীও।
দু’বছর আগে আইনি বিয়ে সারলেও গত বছরের শেষের দিকে সামাজিক বিয়ে সারেন ওঁরা। স্বামী ব্যবসায়ী। পেশা আলাদা হলেও মনের মিল রয়েছে ষোলোআনা। ছবিগুলো যেন সে কথাই বলছে।
View this post on Instagram