‘জগদম্বা’ এবং ‘শ্রীরামকৃষ্ণ’-এর নতুন রূপ! কী করছেন দুই শিল্পী?

Rani Rashmoni: ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হচ্ছে না।

‘জগদম্বা’ এবং ‘শ্রীরামকৃষ্ণ’-এর নতুন রূপ! কী করছেন দুই শিল্পী?
ভিন্ন মুডে দুই শিল্পী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 7:49 AM

জগদম্বা এবং শ্রীরামকৃষ্ণ। অনস্ক্রিনে তাঁদের এটাই পরিচয়। তাঁরা অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য এবং অভিনেতা সৌরভ সাহা। ইন্দ্রপুরী স্টুডিওতে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’-এর শুটিংয়ে অন্য মেজাজে ধরা দিলেন দুই শিল্পী।

সোশ্যাল মিডিয়ায় সৌরভের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন রোশনি। যেখানে দেখা যাচ্ছে, চরিত্রের কস্টিউমে থাকলেও মুড একেবারে ভিন্ন। রোশনি ক্যাপশনে লিখেছেন, ‘সোয়াগ সে করেঙ্গে সাবকা মনোরঞ্জন’।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হচ্ছে না। বরং সেখানে শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা হবে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছে। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তা সেনকে দেখা যাবে পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে। নিঃসন্দেহে এতদিন পরে সন্দীপ্তার কামব্যাক ঘিরে অপেক্ষায় দর্শক।

অন্যদিকে আগেই TV9 বাংলাকে সৌরভ জানিয়েছিলেন, এই ধারাবাহিকে এখনও অনেক কিছু করার আছে। সৌরভ শেয়ার করেছিলেন, “ঠাকুরের জীবনের ব্যপ্তি বিরাট। ১৮৩৬-এ জন্মেছিলেন। সেখান থেকে তিনি আজও সমান ভাবে পূজিত, জনপ্রিয়। সমাজকে অন্য ভাবে দেখার দৃষ্টিভঙ্গী ছিল তাঁর। এই ধারাবাহিকে সেটা এখনও দেখানো বাকি রয়েছে। সকলের কাছে অনুরোধ, এখানে অনেক কিছু করার বাকি আছে। আপনারা দয়া করে দেখুন। জাত, ধর্মের ভিত্তিতে আলাদা করার ঊর্দ্ধে ছিলেন ঠাকুর। বরাবর প্রতিবাদ করেছেন। কোন শিক্ষায় শিক্ষিত হয়ে এই উপলব্ধি করেছিলেন, সেটা দেখানোর চেষ্টা করা হবে। যদি দর্শক ভালবেসে গ্রহণ করেন, পাশে থাকেন।”

আরও পড়ুন, সলমনের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করেন ভিকি!