সিদ্ধার্থের খবর শোনামাত্রই শুট বাতিল করলেন শেহনাজ, কান্নায় ভেঙে পড়লেন সানা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 03, 2021 | 7:28 AM

এক সংবাদমাধ্যমের তরফে শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না।"

সিদ্ধার্থের খবর শোনামাত্রই শুট বাতিল করলেন শেহনাজ, কান্নায় ভেঙে পড়লেন সানা
কিছু দিন আগে রিউমারড প্রেমিকা শেহনাজ গিলের সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো হিট হয়েছিল।

Follow Us

একটা মৃত্যু যেন তছনছ করে দিয়েছে শেহনাজ গিলের জীবন। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের খবরে যাবতীয় শুট বন্ধ করেছেন তিনি, জানাচ্ছে পরিবার। ভেঙে পড়েছেন একেবারেই, জানিয়েছেন শেহনাজের বাবা। এক সূত্র মারফৎ এও জানা যাচ্ছে বুধবার রাতে সিদ্ধার্থের পরিবারের সঙ্গেই তাঁর বাড়িতেও ছিলেন শেহনাজ। এরকমটা যে হতে পারে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

এক সংবাদমাধ্যমের তরফে শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না।” তিনি জানান শেহনাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। একেবারেই ভাল নেই শেহনাজ। ইতিমধ্যেই শেহনাজের দাদা শেহবাজ মুম্বই আসছেন। দুঃসময়ে বোনকে আগলে রাখতেই তাঁর এই তড়িঘড়ি আগমন। অভিনেত্রীর বাবা জানিয়েছেন, তিনিও খুব শীঘ্রই মুম্বই আসবেন।

অন্যদিকে সিদ্ধার্থের আরও এক বন্ধু সানা খানও কান্নায় ভেঙে পড়েছেন। অন্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না। গুগলে বহুবার খবরটা রি-চেক করেছি। ভগবান ওঁর পরিবারকে শক্তি দিন। ও এত ভাল একজন মানুষ ছিল। আমি বিশ্বাস করতে পারছি না।”


বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না। বৃহস্পতিবার সকালেই এক খারাপ খবরে ভেঙে পড়েছে বলিউড। হৃদরোগে প্রয়াত হয়েছেন সিদ্ধার্থ শুক্লা।

শোনা যাচ্ছে গত রাতে ঘুমের ওষুধ খেয়ে রোজের মতোই ঘুমোতে গিয়েছিলেন তিনি। এমনটা যে হতে পারে সে আন্দাজ করতে পারেননি কেউই। সিদ্ধার্থের ঘনিষ্ঠ বন্ধু বিন্দু দাড়া সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এত তাড়াতাড়ি চলে গেলে ভাই। এই ক্ষতি কোনওদিনই পূর্ণ হবার নয়। মনে হচ্ছে এবার থেকে খারাপ নজর এই কথায় বিশ্বাস করতে হবে।”

১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!

Next Article