Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

এ ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তকুল। স্বাস্থ্য সচেতন সিদ্ধার্থের সঙ্গে যে এমনটা ঘটে যেতে পারে মেনেই নিতে পারছেন না তাঁরা।

| Edited By: | Updated on: Sep 02, 2021 | 12:52 PM
এদিন সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেনিফারও। চাইলেও আর হবে না সেই সিরিজ। রইলেন না সিদ্ধার্থ।

এদিন সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেনিফারও। চাইলেও আর হবে না সেই সিরিজ। রইলেন না সিদ্ধার্থ।

1 / 10
বর্ণময় ছিল তাঁর জীবন। বিগবসের 'অ্যাংরি ইয়ং ম্যান' সিদ্ধার্থের জীবনে প্রেম ছিল, ছিল বিতর্কও। প্রথম জীবনে চাননি অভিনেতা হতেও। দেখে নেওয়া যাক তাঁর জীবনের কিছু না জানা অধ্যায়।

বর্ণময় ছিল তাঁর জীবন। বিগবসের 'অ্যাংরি ইয়ং ম্যান' সিদ্ধার্থের জীবনে প্রেম ছিল, ছিল বিতর্কও। প্রথম জীবনে চাননি অভিনেতা হতেও। দেখে নেওয়া যাক তাঁর জীবনের কিছু না জানা অধ্যায়।

2 / 10
প্রয়াত হয়েছেন সিদ্ধার্থ শুক্লার। দীর্ঘদিনের রোগভোগ নয়, তাঁর এই আকস্মিক প্রয়াণে বাকশক্তি হারিয়েছে বলিউড। অসুস্থ হয়ে পড়েছেন 'প্রেমিকা' শেহনাজ গিল। সিদ্ধার্থের অকালপ্রয়াণে তাঁর কোন কোন কাজ হঠাৎই থমকে গেল দেখে নেওয়া যাক।

প্রয়াত হয়েছেন সিদ্ধার্থ শুক্লার। দীর্ঘদিনের রোগভোগ নয়, তাঁর এই আকস্মিক প্রয়াণে বাকশক্তি হারিয়েছে বলিউড। অসুস্থ হয়ে পড়েছেন 'প্রেমিকা' শেহনাজ গিল। সিদ্ধার্থের অকালপ্রয়াণে তাঁর কোন কোন কাজ হঠাৎই থমকে গেল দেখে নেওয়া যাক।

3 / 10
এ ছাড়াও অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে একটি ওয়েব সিরিজে তাঁর কাজ করার কথা ছিল বলেও জানা যাচ্ছে। জেনিফার নাকি ইতিমধ্যেই সম্মতি দিয়েও দিয়েছিলেন। রাজি ছিলেন সিদ্ধার্থও।

এ ছাড়াও অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে একটি ওয়েব সিরিজে তাঁর কাজ করার কথা ছিল বলেও জানা যাচ্ছে। জেনিফার নাকি ইতিমধ্যেই সম্মতি দিয়েও দিয়েছিলেন। রাজি ছিলেন সিদ্ধার্থও।

4 / 10
গানটি গাওয়ার কথা ছিল টনি কক্করের। যদিও সেই প্রজেক্ট আর বাস্তবায়িত হল না। এর আগে শেহনাজের সঙ্গে ভুলা দুঙ্গা ও সোনা সোনা গানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

গানটি গাওয়ার কথা ছিল টনি কক্করের। যদিও সেই প্রজেক্ট আর বাস্তবায়িত হল না। এর আগে শেহনাজের সঙ্গে ভুলা দুঙ্গা ও সোনা সোনা গানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

5 / 10
দিন কয়েক আগেই ওটিটিতে ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ। একতা কাপুরের বালাজি প্রযোজনা সংস্থার 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় পা দেন তিনি।

দিন কয়েক আগেই ওটিটিতে ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ। একতা কাপুরের বালাজি প্রযোজনা সংস্থার 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় পা দেন তিনি।

6 / 10
বড় পর্দায় ডেবিউ হয় করণ জোহরের হাত ধরে। ২০১৪ সালে ধর্মা প্রযোজনা সংস্থার 'হামটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে এক পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আলিয়া ভাটের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।

বড় পর্দায় ডেবিউ হয় করণ জোহরের হাত ধরে। ২০১৪ সালে ধর্মা প্রযোজনা সংস্থার 'হামটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে এক পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আলিয়া ভাটের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।

7 / 10
প্রভাস, সইফের আদিপুরুষ ছবিতেও অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থের, গুঞ্জন ছিল এমনটাই। যদিও নির্মাতারা সে বিষয়ে কিছু জানানি।

প্রভাস, সইফের আদিপুরুষ ছবিতেও অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থের, গুঞ্জন ছিল এমনটাই। যদিও নির্মাতারা সে বিষয়ে কিছু জানানি।

8 / 10
সিদ্ধার্থ শুক্লা।

সিদ্ধার্থ শুক্লা।

9 / 10
তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। বিভিন্ন সময়ে সহঅভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। রশ্মি দেশাই থেকে শুরু করে শেহনাজ গিল-- এঁদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বারেবারে।

তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। বিভিন্ন সময়ে সহঅভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। রশ্মি দেশাই থেকে শুরু করে শেহনাজ গিল-- এঁদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বারেবারে।

10 / 10
Follow Us: