AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidharth Shukla Death: শরীরে সিদ্ধার্থের ট্যাটু করালেন শেহনাজের দাদা, দেখুন ছবি

গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। প্রথমে শোনা গিয়েছিল সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শুট বন্ধ করে হাসপাতালে ছুটে যান শেহনাজ। যদিও পরে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ।

Sidharth Shukla Death: শরীরে সিদ্ধার্থের ট্যাটু করালেন শেহনাজের দাদা, দেখুন ছবি
শেহবাজ ও সিদ্ধার্থ।
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 7:23 AM
Share

প্রিয় বন্ধু সিদ্ধার্থ শুক্লাকে যেন কিছুতেই ভুলতে পারছেন না শেহবাজ গিল। সারাজীবন তাঁকে আঁকড়ে রাখার জন্য নিজের হাতেই ট্যাটু করিয়ে নিলেন সিদ্ধার্থের মুখ। শুধু সিদ্ধার্থের বন্ধু নয়, শেহবাজের অবশ্য অন্য আর এক পরিচয়ও রয়েছে। তিনি সম্পর্কে শেহনাজ গিলের দাদা। তাই সিদ্ধার্থের মুখের ট্যাটুর নিচে শেহনাজের নামটিও লিখতে ভুললেন না তিনি।

সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, “তোমার স্মৃতি তোমার মতোই আসল। আমার সঙ্গেই সারাজীবন তুমি জীবিত থাকবে। আমাদের স্মৃতিতেই সারাজীবন তুমি বেঁচে থাকবে।” প্রিয় বন্ধুর জন্য এই কাজে আপ্লুত সিডনাজ ভক্তরাও। ট্রেন্ড করছে #সিডনাজ ট্যাগ।

সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হয়েছেন দুই সপ্তাহ অতিক্রান্ত। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই কার্যত চুপ হয়ে গিয়েছেন তাঁর বিশেষ বন্ধু শেহনাজ গিল। যে যে তারকার সঙ্গে শেহনাজের এযাবৎ দেখা হয়েছে তাঁর প্রত্যেকেই জানিয়েছেন ভাল নেই শেহনাজ, ভাল থাকার চেষ্টা করছেন। শেহনাজের জন্য চিন্তায় তাঁর অনুরাগীরাও। আদ্যপান্ত ইমোশনাল মেয়েটি কী করে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না।

এরই মধ্যে মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে সিদ্ধার্থের মা রীতা শুক্লা মনকে শক্ত করে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শেহনাজের পাশে। শেহনাজ দ্রুত কাজে ফিরুক, নিজেকে ব্যস্ত রাখুক– এমনটাই চাইছেন তিনি। সূত্র আরও বলছে, রীতাদেবী ভয় পাচ্ছেন শোক কাটিয়ে উঠতে না পারলে শেহনাজ মানসিক অবসাদেরও শিকার হতে পারেন। আর সে কারণেই এই কঠিন পরিস্থিতিতে শেহনাজের পাশেই রয়েছেন তিনি।

গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। প্রথমে শোনা গিয়েছিল সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শুট বন্ধ করে হাসপাতালে ছুটে যান শেহনাজ। যদিও পরে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা ঘনিষ্ঠ বেশ কিছু জন জানান, ১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। শরীর ভাল লাগছিল না তাঁর। তাঁর মা ও শেহনাজ দুজনেই সে সময় বাড়িতেই ছিলেন। প্রথমে লেবুর জল ও পরে সিদ্ধার্থকে আইসক্রিম খেতে দেন তাঁরা। কিন্তু তা কাজে লাগে না। অস্বস্তি বাড়তে থাকে ক্রমশ। এর পর শেহনাজ ও তাঁর মা তাঁকে আরাম করতে বলেন। কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। শেহনাজকে পাশে থাকতে বলেন সিড। পিঠে হাত বুলিয়ে দিতে বলেন। শেহনাজ তাই করতে থাকেন। শেহনাজের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ, সূত্র বলছে তেমনটাই। ঘুমিয়ে পড়েন শেহনাজও। পর দিন সাতটা নাগাদ ঘুম থেকে উঠে শেহনাজ দেখেন ঠিক একই রকম ভাবে ‘ঘুমিয়ে’ আছেন সিদ্ধার্থ। তিনি ডাকতেই বুঝতে পারেন, সিদ্ধার্থ সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকতে ছুটে যান তিনি। ফোন করা হয় পারিবারি ডাক্তারকেও। তিনি এসেই বুঝতে পারেন সিদ্ধার্থ নেই। নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের।

আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!