AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামী জেলে; শুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা, শুরু করলেন কোন কাজ?

Shilpa Shetty: নির্মাতারা কিন্তু তাঁর ফিরে আসার জন্যই অপেক্ষা করছিলেন। তাঁকে বাদ দিয়ে অন্য কোনও সেলেবকে নেওয়ার কথাও ভাবছিলেন না তাঁরা।

স্বামী জেলে; শুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা, শুরু করলেন কোন কাজ?
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 7:12 PM
Share

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। নীল ছবির শুটিং ও সেই ভিডিয়ো অ্যাপে আপলোড করার মূল ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার করা হয় রাজকে। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পুলিশের হেফাজতে। ২৭শে জুলাই ছাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু জামিন খারিজ হয়ে যায়। তাঁকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও জেলেই আছেন শিল্পার স্বামী। এই ঘটনার পর থেকে জীবন পালটে গিয়েছে শিল্পা ও তাঁর পরিবারের। প্রায় একমাস নিজেকে গুটিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখা যাচ্ছিল না সুপার ডান্সারের বিচারকের আসনেও।

কিন্তু মঙ্গলবার জানা গেল, সুপার ডান্সারের শুটিং ফ্লোরে গিয়েছিলেন শিল্পা। সারাদিন সেখানে শুটিং করেছেন। স্বামীর গ্রেফতারির ঘটনার পর রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। তিনি আর আসবেন না, এটাই সকলে ধরে নিয়েছিলেন। তাঁকে রিপ্লেস করার কথাও নাকি ভাবতে শুরু করে দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু তা হয়নি। চরম খারাপ সময়ে হাল না ছেড়ে মনের জোরে কাজে ফিরেছেন অভিনেত্রী।

স্বাধীনতা দিবসের দিন ভার্চুয়াল মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড হয় শিল্পার। রাজের গ্রেফতারির পর প্রথম ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছিলেন শিল্পা, এক মহৎ উদ্দেশ্যে। করোনাকালে দেশকে আর্থিক সাহায্য করার জন্য মালাইকা আরোরা, অর্জুন কাপুর, দিয়া মির্জার মতো শিল্পাও অংশ নিয়েছিলেন। এই সময়ে শ্বাসপ্রশ্বাস ঠিক রাখার জন্য প্রাণায়ামই একমাত্র রাস্তা, ভিডিয়োতে জানিয়েছিলেন শিল্পা। এমনকী, জীবনের নেতিবাচকতা দূর করতেও প্রাণায়ামকেই বেছে নিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন সে কথাও।

নিজের জীবনের নানা ওঠা-নামার সময় যোগাভ্যাস, প্রাণায়ামের মতো ভারতীয় শরীরচর্চার নীতিতে বিশ্বাসী শিল্পা। অন্যদেরও সেই উপদেশই দেন অভিনেত্রী। সেই জোরেই ফিরে এলেন আবার। পরের সপ্তাহে সুপার ডান্সারের এপিসোডে ফের বিচারকের আসনে দেখা যাবে শিল্পাকে।

২০১৬ সালে সুপার ডান্সার রিয়্যালিটি শো শুরু হয়। জন্ম লগ্ন থেকেই শোয়ের সঙ্গে জড়িত ছিলেন শিল্পা। মাঝে স্বামীর গ্রেফতারির কারণে সেই কাজে বাধা সৃষ্টি হয়। শোয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “প্রথম সিজন থেকেই শিল্পা বিচারকের ভূমিকা পালন করছেন। নির্মাতারা কিন্তু তাঁর ফিরে আসার জন্যই অপেক্ষা করছিলেন। তাঁকে বাদ দিয়ে অন্য কোনও সেলেবকে নেওয়ার কথাও ভাবছিলেন না তাঁরা। আমরা খুব খুশি হয়েছি, যে শিল্পা ফের কাজ শুরু করেছেন। আমাদের আশা তিনি শেষ পর্যন্ত আমাদের শোয়ের সঙ্গেই থাকবেন।” মনের জোর না থাকলে এই কঠিন সময় শিল্পা কাজে ফিরতে পারতেন না। এমনটাই মনে করছেন সুপার ডান্সার পরিবারের সকল সদস্য।

শিল্পার সঙ্গে এই শো বিচার করেন আরও দুই তারকা, একজন পরিচালক অনুরাগ বসু। অন্যজন গীতা কাপুর। শিল্পার অনুপস্থিতিতে বেশ কয়েকজন অতিথি বিচারক এসেছিলেন শোতে। যেমন সঙ্গীতা বিজলানি, জ্যাকি শ্রফ, টেরেন্স ডিসুজা, সোনালি বেন্দ্রে, সৌমুসী চট্টোপাধ্যায়, করিশ্মা কাপুর।

আরও পড়ুনপার্নোকে ‘ছোঁয়াচে’ আখ্যা দিলেন কে? অভিনেত্রী নিজেই দিলেন সেই আভাস

আরও পড়ুনআড়াই বছর অপেক্ষার পর এক অন্য ‘খেলা’য় মাতলেন অরিন্দম শীল ও মিমি চক্রবর্তী