Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আড়াই বছর অপেক্ষার পর এক অন্য ‘খেলা’য় মাতলেন অরিন্দম শীল ও মিমি চক্রবর্তী

'খেলা হবে' থেকে 'খেলা যখন', মিমি রয়েছেন সর্বত্র। এবার তাঁর সঙ্গী পরিচালক-অভিনেতা-প্রযোজক অরিন্দম শীল।

আড়াই বছর অপেক্ষার পর এক অন্য 'খেলা'য় মাতলেন অরিন্দম শীল ও মিমি চক্রবর্তী
অরিন্দম শীল ও মিমি চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 12:50 PM

অরিন্দমের প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সঙ্গে ‘ধনঞ্জয়’ ছবিটি তৈরি করেছিলেন অরিন্দম। মিমিকে দেখা গিয়েছিল এক আইনজীবীর চরিত্রে। ফের একসঙ্গে কাজ করছেন মিমি-অরিন্দম। আজ থেকেই শুটিং ফ্লোরে দুই তারকা।

ছবির নাম ‘খেলা যখন’। অনেক দিন আগেই ছবির ঘোষণা করেছিলেন অরিন্দম। প্রথমে ঠিক ছিল এসভিএফ ছবির প্রযোজনা করবে। বাজেটের সমস্যার জন্য সেটা আর হয়নি। এরপর অন্য প্রযোজক পান অরিন্দম। ছবির শুটিং শুরু হল আজ থেকে, ১৭ অগাস্ট, মঙ্গলবার। অরিন্দমের সঙ্গে ফের কাজ করতে পেরে আনন্দিত মিমি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন কিছুক্ষণ আগে।

সেই ছবিতে দেখা যাচ্ছে অরিন্দমের সঙ্গে ক্ল্যাপস্টিক নিয়ে দাঁড়িয়ে মিমি। ক্ল্যাপে লেখা ‘খেলা যখন’, সিন নম্বর ‘১’। মিমির লুক অত্যন্ত সাজামাঠা, পরনে তাঁর কলার দেওয়া সর্ষে রঙের থ্রি কোয়ার্টার কুর্তি। বাঁ-হাঁতে কালো ব্যান্ডের ঘড়ি। একটু নামিয়ে পনিটেল করা চুলে। অরিন্দম ও মিমি – দু’জনের মুখই গম্ভীর। দেখে বোঝাই যাচ্ছে, চরিত্রটি আত্মস্থ করার চেষ্টা করছেন মিমি। কাজের যে বিপুল চাপ তা অরিন্দমের গাম্ভীর্য দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, “ডে ওয়ান (প্রথম দিন), হ্যাশট্যাগ খেলা যখন, অ্যাটদারেট অরিন্দম, এই ছবির জন্য আড়াই বছর অপেক্ষা করেছি। আপনাদের প্রার্থনা ও ভালবাসা প্রয়োজন।”

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

কিছুদিন আগে ছবির মহুরত হয়। মাঝে অনেক পরিবর্তন হয়। কাস্ট থেকে প্রযোজক, অনেককিছু পালটাল। প্রায় আড়াই বছর পর ছবির শুটিং শুরু হল। মিমির পোস্টে লম্বা কমেন্ট করেছেন তাঁর ‘সুইটহার্ট’ বান্ধবী পার্নো মিত্র। লিখেছেন, “অনেক অভিনন্দন, আমি খুশি যে তোমাদের শুটিং শুরু হয়েছে। খাওয়ানোর পর নিশ্চয়ই লোক ডেকে তাঁদের স্টান্ট করতে বলবে না…।” বলিউড ছবি ‘আন্ধাধুন’ ও ‘বাদলাপুর’-এর চিত্রনাট্যকার অরিজিৎ বিশ্বাস যৌথভাবে অরিন্দমের সঙ্গে ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন।

শুরুতে জানা গিয়েছিল বলিউডের বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্ত মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন ছবিতে। কিন্তু পরবর্তীকালে সায়নীকে সরিয়ে মিমিকে কাস্ট করা হয়। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলোকানন্দা রায়, অর্ণ মুখোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও বিক্রম ঘোষই অরিন্দমের এই ছবির সঙ্গীত ও আবহসঙ্গীতের গুরুদায়িত্বে আছেন। এটি অরিন্দমের কেরিয়ারে ১৪ নম্বর পরিচালিত ছবি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অরিন্দম ব্যস্ত ছিলেন মহাশ্বেতা দেবীকে নিয়ে তৈরি ‘মহানন্দা’ ছবির শুটিংয়ে। ছবিতে রয়েছেন গার্গী রায় চৌধুরী, দেবশঙ্কর হালদারের মতো তারকা। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছেন গার্গী। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ‘অন্য শবর’-ছবির শুটিংও শুরু করবেন অরিন্দম। অতিমারির কারণে ছবির তৈরি ও মুক্তি পিছিয়ে যায়। ছবিতে শবরের চরিত্রে ফের শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁরও ডেট পাওয়া গিয়েছে। মোদ্দা কথা, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন পরিচালক। হাতে তাঁর এতগুলো গুরুগম্ভীর কাজ।

আরও পড়ুনএকবারই চিত্রনাট্য পড়ে মাত্র দু’মিনিটে ছবির জন্য রাজি হয়েছেন বিগ বি; কোন ছবি?

আরও পড়ুনবাড়ি ঢুকতেই পরমব্রতকে আদরে ভরিয়ে দিল কে? অভিনেতা বললেন, ‘বেশি বেশি হচ্ছে!’