একবারই চিত্রনাট্য পড়ে মাত্র দু’মিনিটে ছবির জন্য রাজি হয়েছেন বিগ বি; কোন ছবি?

ছোট থেকেই অমিতাভকে দেখেছেন অজয়। তাঁকে দেখে অনেককিছু শিখেছেন তিনি। বিগবির সঙ্গে অন্য রকমের সম্পর্ক অজয়ের।

একবারই চিত্রনাট্য পড়ে মাত্র দু'মিনিটে ছবির জন্য রাজি হয়েছেন বিগ বি; কোন ছবি?
অজয় দেবগন ও অমিতাভ বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 12:46 PM

‘মে ডে’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন। একবারই চিত্রনাট্য শুনেছিলেন অজয়। দু’মিনিটে ছবির জন্য রাজি হয়ে যান বিগবি। ‘মে ডে’ পরিচালনা করছেন অজয় নিজেই।

ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে অজয় বলেছেন, “অভিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা দারুণ আনন্দের বিষয়। আমি ওঁর মতো এত একনিষ্ঠ অভিনেতা কোথাও দেখিনি। সেটে এলেই তিনি কেবল সংলাপ আওড়াতে থাকেন, সিনের ব্যাপারেই ভেবে চলেন সর্বক্ষণ। এককথায় অমিতজি অভূতপূর্ব।”

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

ছোট থেকেই অমিতাভকে দেখেছেন অজয়। তাঁকে দেখে অনেককিছু শিখেছেন তিনি। বিগবির সঙ্গে অন্য রকমের সম্পর্ক অজয়ের। বলেছেন, “মে ডে-তে আমি নিজেই চিত্রনাট্য নিয়ে গিয়েছিলাম অমিতাভের কাছে। তিনি একবারই মন দিয়ে শুনলেন পুরোটা। তারপর দু’মিনিটের মধ্যে ছবির জন্য রাজি হয়ে গেলেন।”

ছবিতে এক পাইলটের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন। অমিতাভ কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি সম্পূর্ণ বড় চমক। ফলে অমিতাভের ভূমিকা সম্পর্কে একেবারেই মুখ খুলতে চাননি অজয়।

২০২২ সালের ২৯ এপ্রিল ‘মে ডে’ মুক্তি পাওয়ার কথা। ছবি তৈরির ঘোষণা হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। পরের মাসেই হায়দ্রাবাদে কিছু ছবি তুলতে যায় টিম। ছবিতে অজয়, অমিতাভ ছাড়াও মুখ্য নারী চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং ও অঙ্গীরা ধর। গত ডিসেম্বরেই ছবির শুটিং শুরু হয়েছে। আর মাত্র ৫ দিনের মধ্যে শুটিং শেষ হবে।

২০০৮-এ ‘ইউ মি অউর হাম’, ২০১৬-তে ‘শিবায়’-এর মতো ছবি পরিচালনা করেছেন অজয় দেবগণ। সম্প্রতি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবির মুক্তির দিকে তাকিয়ে আছেন অভিনেতা। আর কিছু দিনের মধ্যেই, এই অগাস্ট মাসেই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে দেশাত্মবোধক ছবিটি।

অজয়ের আরও একটি ছবির দিকে তাকিয়ে আছে গোটা দেশ। সেই ছবির নাম ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সইদ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। এই ছবির পরিচালক যদিও অজয় নন। সেই কাজের দায়িত্ব সামলাচ্ছেন ইন্দ্র কুমার।

অজয়কে দেখা যাবে এসএস রাজামৌলির বহুপ্রতিক্ষিত ছবি ‘আরআরআর’-এ। তিনি রয়েছেন সঞ্জয় লীলা ভন্সালীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তেও। ভন্সালীর সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।

এক সাক্ষাৎকারে অজয় বলেছেন, “ভন্সালীর সঙ্গে কাজ করা দারুণ সৌভাগ্যের ব্যাপার। চিরকালই ওঁর পরিচালনা আমাকে মুগ্ধ করেছে। ওঁর মধ্যে জাঁকজমক করার একটা আলাদা ব্যাপার আছে। অনেক বছর পর ভন্সালীর সঙ্গে কাজ করে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে আমার।”

আলিয়া ভাটের সঙ্গে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন অজয়। সেখানে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬০ সালের মুম্বইকে ছবিতে তুলে ধরেছেন ভন্সালী।

আরও পড়ুনবাড়ি ঢুকতেই পরমব্রতকে আদরে ভরিয়ে দিল কে? অভিনেতা বললেন, ‘বেশি বেশি হচ্ছে!’

আরও পড়ুনস্বাধীনতা দিবসে রুদ্রনীল লিখলেন কবিতা, আঁকলেন ছবি; মিমি ওড়ালেন জাতীয় পতাকা