Shruti Das: পুজোর মরসুম কাটতেই বরের কাছে কী আবদার করলেন শ্রুতি?

Shruti-Swarnendu: সেখান থেকেই ছবি ভিডিয়ো শেয়ার করলেন দর্শকদের জন্য। আর স্বামীর উদ্দেশ্যে লিখলেন, 'ফিরিয়ে নিয়ে চলো'। উৎসবে মেজার যখন শেষ তখন দর্শকদের চমক দিতে নিজেদের বিয়ের প্রথম ভিডিয়ো সামনে এনেছেন এই জুটি। রূপকথার মত সাজানো সেই বিয়ের আসরের অন্দরমহলের ছবিটা ঠিক কেমন ছিল তার সাক্ষী প্রথম থাকল জুটির ভক্তরা।

Shruti Das: পুজোর মরসুম কাটতেই বরের কাছে কী আবদার করলেন শ্রুতি?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 12:12 PM

উৎসবে মরসুম শেষ হতেই বেজায় মন খারাপ হয়ে যায় অনেকেরই। পুজো আসছে আসছেই ভাল। উৎসব হঠাৎ করে যেন শেষ হয়ে যায়। আর তারপরই ক্লান্ত কলকাতা বড্ড বেশি অসহ্য লাগে সাধারণের কাছে। আলো হইচই রোশনাই আনন্দ উৎসব দশমীর রাতে এক পলকে যেন সবটা ঝিমিয়ে যায়। যার ফলে অনেকেই কয়েকটা দিন একটু বেরিয়ে আসতে পারলে বেশ অস্তিবোধ করেন। অধিকাংশের পছন্দের তালিকাতেই তাই এই সময় থাকে নয় পাহাড়, নয় সমুদ্র। তবে টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাসের এ বছর তেমন কোনও পরিকল্পনা ছিল না। তাই স্মৃতির পাতাতেই ভাসলেন তিনি। তাঁর স্বামী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে পাহাড় ট্রিপের স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

সেখান থেকেই ছবি ভিডিয়ো শেয়ার করলেন দর্শকদের জন্য। আর স্বামীর উদ্দেশ্যে লিখলেন, ‘ফিরিয়ে নিয়ে চলো’। উৎসবে মেজার যখন শেষ তখন দর্শকদের চমক দিতে নিজেদের বিয়ের প্রথম ভিডিয়ো সামনে এনেছেন এই জুটি। রূপকথার মত সাজানো সেই বিয়ের আসরের অন্দরমহলের ছবিটা ঠিক কেমন ছিল তার সাক্ষী প্রথম থাকল জুটির ভক্তরা। সিঁদুর দান থেকে আংটি বদল দু’জনে একসঙ্গে একান্ত কিছুটা সময় কাটানো, চোখের কোলে জল, আবেগ সবটাই ফ্রেম বন্দী হয়েছিল এই বিশেষ দিনে। উৎসব মেজাজির পর যখন বেশ খানিকটা মন খারাপ তখন ভক্তদের মন ভাল করতেই শ্রুতি এই উপহার দিয়েছিলেন নেট দুনিয়ায়। তবে তার মন ভাল হওয়ার উপায় একটাই, ছোট্ট একটা ট্রিপ। সেই আবদারই রাখলেন এবার তার স্বামীর কাছে। বর্তমানে টলিপাড়ার অনেকেই ভ্যাকেশন মুডে সময় কাটাচ্ছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বেরিয়ে পড়েছেন পুজো কাটতেই, তেমনই আবার নীল ভট্টাচার্য ও তৃণা সাহাও পাড়ি দিয়েছেন গোয়ায়।