Sidharth Shukla: সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, কী জানা যাচ্ছে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 03, 2021 | 12:47 PM

গতকালই সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শোকে পাথর হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। বাড়ির সামনে হাজির হতে থাকেন আসিম রিয়াজ, রাজকুমার রাও সহ অনেকেই।

Sidharth Shukla: সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, কী জানা যাচ্ছে?
সিদ্ধার্থ শুক্লা।

Follow Us

প্রকাশ্যে এল সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে জানানো হয়েছে তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ভিসেরা পরীক্ষার রিপোর্ট আসেনি।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ অভিনেতাকে কুপার হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবার। সূত্রের খবর, সঙ্গে ছিলেন শেহনাজ গিলও। হাসপাতালে নিয়ে গেলে সিদ্ধার্থকে মৃত ঘোষণা করা হয়। প্রসঙ্গত, সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তদের একাংশ ফাউল প্লে’র অভিযোগ আনেন। কাঠগড়ায় দাঁড় করানো হয় কুপার হাসপাতালকে। ওই হাসপাতালেই গত বছর সুশান্ত সিং রাজপুতের নিথর দেহকেও নিয়ে আসা হয়েছিল। যদিও সিদ্ধার্থের পরিবারের তরফে মুম্বই পুলিশকে জানানো হয় , কোনও মানসিক চাপের মধ্যে ছিলেন না অভিনেতা। তাঁর মৃত্যুর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

সূত্র বলছে, আর কিছুক্ষণের মধ্যেই অভিনেতার নিথরদেহ এসে পৌঁছবে তাঁর বাড়ি। এ দিনই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই একে একে ভিড় করছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। গোটা এলাকা মুড়ে দেওয়া হয়েছে পুলিশি প্রহরায়। আলি গোনি থেকে শুরু রশ্মি দেশাই পৌঁছে গিয়েছেন অভিনেতার বাড়ি। সিদ্ধার্থকে শেষবার দেখতে হাজির হয়েছেন তাঁরা।

 

সিদ্ধার্থকে শেষবার দেখতে হাজির হয়েছেন ওঁরা 


গতকালই সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শোকে পাথর হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। বাড়ির সামনে হাজির হতে থাকেন আসিম রিয়াজ, রাজকুমার রাও সহ অনেকেই। সন্ধেবেলায় হাজির হন অভিনেতা বরুণ ধওয়ানও। মাধুরী দীক্ষিত থেকে সলমন খান– সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন টেলি-বলি সেলেবরা।

 

১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই

আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!

Next Article