AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: টলিপাড়ায় ধুন্ধুমার! সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক সোহিনী

Sohini Guha Roy: নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আর কিছু দিন পরেই। এরই মধ্যে হঠাৎ করেই শুক্রবার সকালে এক বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। ইন্ডাস্ট্রির সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, এত বছর ধরে কাজ করার পরে যে এরকম ব্যবহার পেতে হবে তা তিনি আশাও করেননি। ঠিক কী ঘটেছে?

Tolly Gossip: টলিপাড়ায় ধুন্ধুমার! সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক সোহিনী
আসন্ন ধারাবাহিকের পোস্টারে সোহিনী ও চুমকি।
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 12:32 PM
Share

নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আর কিছু দিন পরেই। এরই মধ্যে হঠাৎ করেই শুক্রবার সকালে এক বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। ইন্ডাস্ট্রির সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, এত বছর ধরে কাজ করার পরে যে এরকম ব্যবহার পেতে হবে তা তিনি আশাও করেননি। ঠিক কী ঘটেছে? কার বিরুদ্ধেই বা নায়িকার ক্ষোভ? নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই অশান্তির কালো ছায়া? ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্তই নিতে চলেছেন তিনি? এই একগুচ্ছ প্রশ্ন নিয়ে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

অভিনেত্রীর কথায়, “আমি কারও নাম বলতে চাই না। তবে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। আসলে খুব অবাক লাগে। মানুষ যখন সম্মানটাও দিতে চান না তখন খারাপও লাগে। হতেই পারেন তিনি আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্মানটা তো সবাইকে দিতে হয় তাই না?” তিনি যোগ করেন, “একজন সিনিয়র হয়ে জুনিয়রকে যদি সম্মান না দিতে পারলেও তাঁর কাজ নিয়ে অকারণ খারাপ কথা বিভিন্ন গ্রুপে না বলে তাঁকে সরাসরি বলাই তো উচিৎ। কী করে কাজে উন্নতি করা যায়, কীভাবে ভাল কাজ করা যায়, সেই অভিজ্ঞতাও তো শেয়ার করা যায়! কিন্তু না সেটা ঘটেনি আমার সঙ্গে।”

তবে কি নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’র সেটেই ঝামেলা? সোহিনীর উত্তর, “এ সব নিয়ে কিছু না বলাই ভাল। আমি কারও নাম নিচ্ছি না। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, এ ক্ষেত্রেও তাই। খারাপ লেগেছে নিশ্চয়ই। তবে মানিয়ে নিচ্ছি।” ঝামেলা, অশান্তি, মন খারাপ যাই হোক না কেন, ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা একেবারেই ভাবছেন না নায়িকা। ওই ধারাবাহিকে অভিনয় করছেন সিনিয়র চুমকি চৌধুরী। রয়েছে অভিনেতা রাজদীপ গুপ্তও।