Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumili Biswas: জন্মদিনেও কেন মন খারাপ সৌমিলির?

Soumili Biswas: সৌমিলির মন ভাল করতে আজ তাঁর বাড়িতে তাঁর পছন্দের বিভিন্ন পদ রান্না হচ্ছে। তিনি জানালেন, জন্মদিনের মেনুতে থাকবে পোলাও, মটন, চিংড়ি, ফ্রায়েড রাইস, পাঁচ রকম ভাজা, ডালের মতো প্রিপারেশন।

Soumili Biswas: জন্মদিনেও কেন মন খারাপ সৌমিলির?
সৌমিলি বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 12:08 PM

জন্মদিন। অন্য অনেকের মতোই স্পেশ্যাল তাঁর কাছেও। তিনি অর্থাৎ অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। জীবনের এই বিশেষ দিনটা প্রিয়জনেদের সঙ্গে কাটাতে ভালবাসেন তিনি। চলতি বছরেও তাঁর ব্যতিক্রম হবে না। কিন্তু এ বছর জন্মদিনেও মন খারাপ সৌমিলির সঙ্গী।

আসলে কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন সৌমিলি। তিনি এক্কেবারে ছিলেন ড্যাডিস গার্ল। বাবাকে ছাড়া প্রথম জন্মদিন। প্রতিদিনই বাবাকে মনে পড়ে, তবে আজ যে অনেক বেশি মিস করছেন বাবাকে। তবুও বাড়ির অন্যান্য সদস্যদের আবদারে ছোট করে সেলিব্রেশন হচ্ছে।

TV9 বাংলাকে সৌমিলি বললেন, “আজ শুটিং নেই। বাড়িতেই থাকব। বাড়ির লোকেরা জোর করে করছে। মা, শ্বশুর, শাশুড়ি, কর্তার সঙ্গে রাত্তিরে বাড়িতেই খাওয়া দাওয়া করব। বাবার জন্য সেরকম ভাবে আর ইচ্ছে ছিল না এ বছর। আমি একেবারে বাবর মেয়ে ছিলাম। জন্মদিনের দুপুরে বাবা, মায়ের কাছে খাওয়া দাওয়া করতাম, কেক কাটা হত। আর রাতে শ্বশুরবাড়িতে। কখনও কখনও বাবা, মাও চলে আসত। গত বছর করোনার মধ্যেও গিয়েছিলাম বাবা, মার কাছে। কেক কাটার ভিডিয়ো এখনও রয়েছে। এই সব মিলিয়ে মন খারাপ কিছুটা।”

সৌমিলির মন ভাল করতে আজ তাঁর বাড়িতে তাঁর পছন্দের বিভিন্ন পদ রান্না হচ্ছে। তিনি জানালেন, জন্মদিনের মেনুতে থাকবে পোলাও, মটন, চিংড়ি, ফ্রায়েড রাইস, পাঁচ রকম ভাজা, ডালের মতো প্রিপারেশন।

এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এ মেন্টরের ভূমিকায় সৌমিলিকে দেখছেন দর্শক। তিনি জানালেন, ওই শো প্রায় শেষের পথে। আরও দিন দুয়েকের শুটিং বাকি। এরপর কী কাজ করবেন? সৌমিলি বললেন, “এখনও কোনও প্রজেক্টে কথা হয়নি সে ভাবে। পুজোর আগে কিছু শো রয়েছে। আর আমার নাচের স্কুল নিয়ে প্যানডেমিক পুরোপুরি না গেলে আর নতুন করে ভাবছি না।”

গত ২২মে থেকে টেলিভিশনের পর্দায় ‘ডান্স বাংলা ডান্স’ দেখছেন দর্শক। নাচের বহু রিয়ালিটি শো এর আগেও টেলিভিশনের দর্শক দেখেছেন। কিন্তু এই শোয়ের কিছু অভিনবত্ব রয়েছে। অভিনয়ের পাশাপাশি বহু বছর ধরেই নাচ সৌমিলির ভালবাসার জায়গা। রীতিমতো পারফর্মও করেন তিনি। ২০০৭-এ সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ‘ঝুম তারা রা রা’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তারপর আবার ‘ডান্স বাংলা ডান্স’-এ গুরুর ভূমিকায়। কয়েক মাস আগেই শেষ হয়েছে ধারাবাহিক ‘লোকনাথ’। সেখানে অভিনয়ের পর ফের টেলিভিশনে সৌমিলি। তাঁর অভিনয় মিস করছেন অনুরাগীরা। তাই ফের তাঁকে ধারাবাহিকে দেখতে চান দর্শক।

আরও পড়ুন, Rachna Banerjee: ফ্যাশন কালেকশন লঞ্চ করে ট্রোলড হলেন রচনা