AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: শেষের পথে ‘মিঠাই’, এরই মধ্যে অসুস্থ সৌমিতৃষা, উদ্বেগ ভক্তমহলে

Bengali Serial: বিগত বেশ কিছু দিন ধরেই শিরোনামে 'মিঠাই' ধারাবাহিকটি। এতদিন যে সেটে শুটিং করে এসেছে মোদক পরিবার, সেই সেটই সম্প্রতি ভাঙা পড়েছে।

Bengali Serial: শেষের পথে 'মিঠাই', এরই মধ্যে অসুস্থ সৌমিতৃষা, উদ্বেগ ভক্তমহলে
সৌমিতৃষা কুন্ডু।
| Edited By: | Updated on: May 11, 2023 | 12:50 PM
Share

বিগত বেশ কিছু দিন ধরেই শিরোনামে ‘মিঠাই’ ধারাবাহিকটি। এতদিন যে সেটে শুটিং করে এসেছে মোদক পরিবার, সেই সেটই সম্প্রতি ভাঙা পড়েছে। সেখানে শুরু হয়েছে, অন্য এক নতুন ধারাবাহিকের শুটিং। তবে এরই মধ্যে আরও এক খারাপ খবর। অসুস্থ ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডু। শুটিং সেরে তাড়াতাড়ি ফিরতেও হয়েছে এই অসুস্থতার কারণেই। কী হয়েছে তাঁর?

এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “খুব পিঠে ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। তাই জন্য ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।” কিন্তু কেন হল এমনটা? জানা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করার জন্যই এমনটা হয়েছে। সৌমিতৃষার এই খবর শোনার পর থেকেই চিন্তা বেড়েছে ভক্তমহলে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এমনটাই চাইছেন তাঁরা। প্রসঙ্গত, শুধু যে মিঠাইয়ের সেট বদলাচ্ছে এমনটা কিন্তু নয়। শুটিংও শেষের পথে। তা নিয়ে ভক্তমহলে মেঘ জমেছে। প্রিয় ধারাবাহিককে যেতে দিতে কেই বা চায়?

২০২১ সালে পথ চলা শুরু করেছিল এই ধারাবাহিক। এক গাদা স্টার কাস্ট, মিঠাই ও তাঁর উচ্ছেবাবুর সহজ সমীকরণ অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সৌমিতৃষাও। দর্শকেরাও ভালবাসায় ভরিয়ে দেন তাঁকে। টানা বেশ কিছু সময় ধরে টিআরপিতে প্রথম স্থান অধিকার করেছিল ওই ধারাবাহিক। তবে বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে টিআরপির রেটিং কমেছে। তবে জনপ্রিয়তা কমেনি এতটুকুও।  প্লট-সাব প্লটের ভিড়ে আজও মিঠাই সমানভাবে জনপ্রিয়। অন্যদিকে সৌমিতৃষাও দর্শকের ঘরের মিঠাই রানি। ‘এ আমার গুরুদক্ষিণা’ দিয়েই কেরিয়ার শুরু তাঁর। এ ছাড়াও ‘জয় কালি কলকাত্তাওয়ালি, কনে বৌ’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে মিঠাই তাঁকে এনে দিয়েছে এক অন্য জনপ্রিয়তা। তাই তাঁর শরীর খারাপের খবরে ভক্তমনে উদ্বেগ স্বাভাবিক। তিনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, এমনটাই চান তাঁর ভক্তমহল।