AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitrisha Kundu: ‘যদি তুমি আসল হও তবে তোমায় কপি করবেই’, কাকে খোঁচা সৌমিতৃষার?

Soumitrisha Kundu: এই মুহূর্তে টলিপাড়ার নতুন সেনসেশন সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দা ছেড়ে তিনি এখন বড় পর্দারও নায়িকা। দেবের 'প্রধান'-এর শুট শেষ করেছেন সম্প্রতি। এ হেন সৌমিতৃষার সাম্প্রতিক ইনস্টা স্টোরি দেখে খানিক অবাক ভক্তরা। আপাত শান্ত নায়িকা কি নাম না করেই কাউকে দিলেন খোঁচা? কিন্তু কাকে? হামেশাই ইনস্টাগ্রামে মিম শেয়ার করতে থাকেন সৌমিতৃষা।

Soumitrisha Kundu: 'যদি তুমি আসল হও তবে তোমায় কপি করবেই', কাকে খোঁচা সৌমিতৃষার?
কাকে খোঁচা সৌমিতৃষার?
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 8:30 AM
Share

এই মুহূর্তে টলিপাড়ার নতুন সেনসেশন সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দা ছেড়ে তিনি এখন বড় পর্দারও নায়িকা। দেবের ‘প্রধান’-এর শুট শেষ করেছেন সম্প্রতি। এ হেন সৌমিতৃষার সাম্প্রতিক ইনস্টা স্টোরি দেখে খানিক অবাক ভক্তরা। আপাত শান্ত নায়িকা কি নাম না করেই কাউকে দিলেন খোঁচা? কিন্তু কাকে? হামেশাই ইনস্টাগ্রামে মিম শেয়ার করতে থাকেন সৌমিতৃষা। এবার এমনই এক মিম শেয়ার করেছেন তিনি, যাতে লেখা, “মনে রাখবেন কেউ যদি কপি করে তবে তা ভাল। যদি তুমি আসল হও, তবে কপি হওয়ার জন্য প্রস্তুত থাক।” টলিপাড়ার ফিসফাস বলছে, হঠাৎ করে লাইমলাইটে চলে আসায় শত্রু খানিক না চাইতেও বাড়িয়ে ফেলেছেন তিনি। তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা। সেই সব সমালোচকের উদ্দেশ্য করেই কি এই বার্তা তাঁর? হয়তো তাই, অন্তত তেমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।

এর আগে বেশ কিছু কাজের অফার ফিরিয়েছেন তিনি। যেমন জিতের ‘বুমেরাং’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অতীতে। কিন্তু কেন? এ নিয়ে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,”এটা সত্যি যে ‘বুমেরাং’ ছবির প্রস্তাবও ছিল আমার কাছে, তবে তখন শুটিংটা এমন একটা সময় ছিল, যখন আমি ধারাবাহিকে ব্যস্ত। এতটা পরে হওয়ার কথা ছিল না। তাই একটু চিন্তায় ছিলাম আমি করতে পারব কি পারব না। বেশ চিন্তায় ছিলাম তখন শরীরটা নিয়েও। প্রথম ছবি যদি নিজের ১০০ শতাংশ দিতে না পারি, তারমধ্যেই আমার কাছে প্রধান ছবির প্রস্তাব চলে আসে। তখন ভেবে দেখি, সব দিক থেকে প্রধানটাই ঠিক লাগছে। যেহেতু এটা পরের দিকে শুট, তাই শরীরটাও ঠিক করে নিতে পারব। নিজের জন্য কিছুটা সময়ও পাওয়া যাবে। তাই এটাতেই রাজি হয়ে যাই।” তিনি তো রাজি হয়েছেন, তবে তাঁর এই কাজ দর্শকদের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।