কবি বলেছেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। এই পঙক্তিই যেন এই মুহূর্তে প্রযোজ্য মিঠাই ধারাবাহিকের ক্ষেত্রে। দীর্ঘ দিনের রেকর্ড ভেঙেছে। প্রথম স্থান হয়েছে হাতছাড়া। এমতাবস্থায় কী বলছেন সৌমিতৃষা। যারা সৌমিতৃষার ইনস্টা অনুসরণ করেন তাঁরা হয়তো জেনে থাকবেন প্রতি বার টিআরপি তালিকা প্রকাশ্যের পর ‘গোপাল’কে ধন্যবাদ জানিয়ে এসেছেন অভিনেত্রী। ধারাবাহিকের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি শ্রীকৃষ্ণ অনুরাগী। ভাল-মন্দের নির্ধারক তিনিই– মনে করেন সৌমিতৃষা।
এবারের টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার পরেও মিঠাইয়ের ইনস্টাগ্রামে দেখা গেল সেই একই ছবি। গোপাল ঠাকুরকেই ধন্যবাদ জানিয়ে ইনস্টা স্টোরিতে সৌমিতৃষা লিখলেন, ‘থ্যাঙ্কু গোপাল’। টিআরপি’র ওঠাপড়ায় তিনি যে ভাবিত নন, যা পেয়েছেন তাতেই খুশি, এমনই বার্তা দিলেন কি? সৌমিতৃষা আশাবাদী হলেও মিঠাই ভক্তদের কিন্তু মন খারাপ। একঘেয়ে প্লট নাকি আদৃত রায়ের ব্যক্তিগত জীবন– কী কারণে কমছে মিঠাইয়ের টিআরপি– সেই আলোচনাই এখন ফ্যানপেজগুলিতে।
এর আগেই অবদশ্য টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনে টিআরপির প্রভাব নিয়ে মুখ খুলেছিলেন ধারাবাহিকটি নায়ক আদৃত রায়। তিনি বলেছিলেন, “টিআরপি কোনওদিনই বাড়তি চাপ তৈরি করে না আমার উপর। শুধুমাত্র প্রথম সপ্তাহে জানার চেষ্টা করেছিলাম কী এসেছে। তারপর থেকে আমি কোনও দিন জানার চেষ্টাই করিনি। টিমে টিআরপির দ্বারা কেউ প্রভাবিত নয়।” ইনস্টা স্টোরিতে যেন সেই বার্তাই দিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের টিআরপি তালিকা বলছে এক থেকে এক ধাক্কায় পাঁচে নেমে গিয়েছে মিঠাই। প্রথম স্থানে রয়েছে সোলাঙ্কি রায় অভিনীত গাঁটছড়া। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ধুলোকণা, মনফাগুল ও আলতা ফড়িং। আগামী সপ্তাহে মিঠাই কি পারবে হারানো জায়গা ফিরে পেতে, সেই দিকেই তাকিয়ে মিঠাই ভক্তরা।
অভিনেত্রীর প্রতিক্রিয়া