Sudipa Chatterjee: পাঁচতারায় পান্তা খেয়ে সমালোচনার শিকার সুদীপা, তাঁর জবাব কী?
Sudipa Chatterjee: পান্তাই পাঁচতারা হোটেলে খেয়েই সমালোচনার শিকার হলেন সঞ্চালিকা-ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি অসম গিয়েছিলেন সুদীপা।
পান্তা– দুই বাংলার প্রিয় খাবার। বাসি ভাত ভিজিয়ে তা পরদিন পেঁয়াজ, লঙ্কা, আলু ভাতে দিয়ে খাওয়ার চল বহু প্রাচীন। এবার সেই পান্তাই পাঁচতারা হোটেলে খেয়েই সমালোচনার শিকার হলেন সঞ্চালিকা-ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি অসম গিয়েছিলেন সুদীপা। সেখানেই গুয়াহাটির এক পাঁচতারা হোটেলে পান্তা খাওয়ার ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “শান্তির পান্তা’। মাটির হাঁড়িতে ভিজানো ভাত সঙ্গে আমার আলুসেদ্ধ মাখা। তবে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে পাঁচতারায় সুদীপার পান্তা খাওয়াকে মোটেও ভাল চোখে নিলেন না নেটিজেনদের একটা বড় অংশ।
এখানেই শেষ নয়,এক নেটিজেন তাঁকে লেখেন, “আগের দিন ভিডিওতে দেখছিলাম আপনি বলছিলেন এই প্রথমবার আপনি পান্তা ভাত খাচ্ছেন। কিন্তু জি বাংলার রান্নাঘর অনুষ্ঠানে তো পান্তা ভাতের পুরো একটা সপ্তাহ ধরে রেসিপি দেখানো হয়েছিল সেগুলো তো আপনি টেস্ট করে বলতেন কেমন হয়েছে । আর আপনি তো ঘটি বাড়ীর মেয়ে আপনার বাড়িতে রান্না পুজোর নিয়ম ছিল না? রান্না পুজোর তো অবিচ্ছিন্ন অংশ এই পান্তা ভাত বলেই জানি।” প্রথম বার পান্তা খাওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেও রান্নাপুজো নিয়ে মুখ খুলেছেন সুদীপা। তিনি লেখেন, “আমাদের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি কোথাও রান্না পুজোর চল নেই।”
এ তো গেল একটি প্রসঙ্গ, সুদীপা ট্রোল্ড হয়েছেন আরও একটি কারণে। ভ্রমণকালে তাঁর একই দিনে দু’টি ফ্লাইটই মিস হয়ে যায়। দুঃখপ্রকাশ করে সে কথা জানাতেই পাল্টা তুলোধনার মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই লেখেন, “ফ্লাইট মিস হওয়ার টাকা তুলতে এবার শাড়ির উপর তিনগুণ দাম চাপাবে।” যদিও সুদীপা রেগে যাননি। মিষ্টি কথায় জবাব দিয়েছেন তাঁদের। অতীতেও বহুবার ট্রোলের মুখোমুখি হতে হয়েছে সুদীপাকে। যদিও তিনিও জবাব দিয়েছে পাল্টা ।