Rubel Das: ‘ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিন…’, রুবেলের দুর্ঘটনা, উৎকণ্ঠায় সুদীপা
Rubel Das: দুর্ঘটনায় দু'পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ধারাবাহিকের পরিচিত মুখ রুবেল দাস। উৎকণ্ঠায় দিন কাটছে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের। উৎকন্ঠায় আরও একজন। তিনি সুদীপা চট্টোপাধ্যায়।
দুর্ঘটনায় দু’পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ধারাবাহিকের পরিচিত মুখ রুবেল দাস। উৎকণ্ঠায় দিন কাটছে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের। উৎকন্ঠায় আরও একজন। তিনি সুদীপা চট্টোপাধ্যায়। কাজের সূত্রে আলাপ হলেও শ্বেতা ও রুবেলের সঙ্গে তাঁর সম্পর্ক যে কখন এতটা গভীর হয়ে গিয়েছে তা নিজেও টের পাননি সুদীপা। তাই খবরটা শোনার পর থেকে কিছুতেই স্থির থাকতে পারছেন না তিনি।
সুদীপা লেখেন, “দুটো মিষ্টি মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে,আর এতদিন পর বেশ টের পাচ্ছি- ওরা দুজনেই আমার মনের খুব কাছের মানুষ হয়ে গ্যাছে,অনেকদিন। কিন্তু,আমি টের পাইনি। দেখা কম হয়,কথা কম হয়। আজ যখন শুনলাম রুবেল বাসের মাথা থেকে শুটিং করতে গিয়ে পড়ে গ্যাছে- আর দুটো গোড়ালিই আঘাতপ্রাপ্ত। বড্ড মন খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল, মিঠুনদার বলা একটা বহু পুরোনো কথা-“স্টান্ট করবি,কিন্তু সাবধানে, সেফটি মেজর আগে বুঝে নিবি..”।
সুদীপা আরও যোগ করলেন, “রুবেলের মতো এত গুণী আর প্রাণবন্ত একটা ছেলে- কেন বিছানায় শুয়ে থাকবে? ঈশ্বর ওকে আর ওর পরিবারকে,ওর কাছের মানুষদের শক্তি দিন। যেন খুব তাড়াতাড়ি সেরে উঠে আবার শুটিং করতে পারে আমাদের প্রিয় রুবেল- এই প্রার্থনাই করি। আপনারাও ওর দ্রুত আরোগ্য কামনা করুন। শ্বেতা- খুব ভালো মেয়ে। যোগ্য বান্ধবী। তোর পাশে আছি,সোনা।” কী হয়েছে রুবেলের? ধারবাহিকের এক স্টান্ট দৃশ্যে শুটের সময় বাসের মাথা থেকে নিচে লাগ দেন তিনি। যে জায়গায় লাফিয়েছিলেন তা ছিল এবড়ো খেবড়ো। বেকায়দায় পায়ে লাগে তাঁর। আপাতত দুই গোড়ালিই হয়েছে ক্ষতিগ্রস্ত।
View this post on Instagram
এর আগে রুবেলের দুর্ঘটনার খবর জানিয়ে প্রেমিকা শ্বেতা লিখেছিলেন, “জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সঙ্গে হেসে খেলে থাকছো, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না,,, জ্বর এসেছে এখন, যন্ত্রনাটাও বেড়েছে,,, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো…. ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমি জানি, সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দাঁড় করাবে.. তুমি দাঁড়াবে,তুমি দৌড়বে, তুমি নাচবে,,,, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন ।” আগের থেকে কিছুটা হলেও ভাল আছেন রুবেল। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এমনটাই চাইছেন সকলে।