সন্তানকে বুঝে বিশ্বাস করতে হবে: সুদীপা চট্টোপাধ্যায়

মন খারাপের মধ্যেও সুদীপার ভাল থাকার ওষুধ আদিদেব। মাতৃত্ব তাঁকে ভরিয়ে রেখেছে। প্রত্যেক দিনের নতুন শিক্ষাই তিনি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।

সন্তানকে বুঝে বিশ্বাস করতে হবে: সুদীপা চট্টোপাধ্যায়
ছেলের সঙ্গে সুদীপা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 10:18 PM

তিনি আদিদেব চট্টোপাধ্যায়ের মা। তিনি অর্থাৎ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। মা হওয়ার পর একেবারে বদলে গিয়েছে সুদীপার জীবন। প্রতিদিনই নতুন কিছু শিখছেন তিনি। তাঁর মা হওয়ার জার্নিতে শিখেছেন, লোকে যাই বলুক, সন্তান কী চাইছে সেটা বুঝতে হবে মাকে।

আদিদেবের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, “যখন আপনি মা হবেন, আপনাকে নানা ভাবে বিচার করা হবে। কারণ প্রত্যেকেই তাঁর সেরাটা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকেই প্রচুর উপদেশ দেবেন। কিন্তু আপনার সন্তান কী চাইছে, সেটা বুঝতে হবে। সেটা বিশ্বাস করতে হবে।”

জনপ্রিয় রান্নার শো-এ উপস্থাপিকার দায়িত্ব সামলাচ্ছেন সুদীপা। পাশাপাশি চলছে ছবির কাজও। কিন্তু করোনার পর থেকে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্ডাস্ট্রি, তা থেকে এখনও বেরিয়ে আসা সম্ভব হয়নি। এই ভাবনা তাঁকে কষ্ট দেয়। সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালক তথা প্রযোজক। অর্থাৎ পারিবারিক ভাবে তাঁরা সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি দিন কয়েক আগেই জানিয়েছিলেন, সিনেমার সঙ্গে যুক্ত বহু মানুষ আজও লকডাউনের কুপ্রভাব থেকে বেরতে পারেননি। আর্থিক ভাবে এখনও তাঁরা তুমুল ক্ষতি সামলে উঠতে পারেননি। আর সে সব দেখেই আরও মন খারাপ হয়ে যাচ্ছে তাঁর। সুদীপার কথায়, “আর্টিস্টরা তো দিন আনি দিন খাই। শুটিংয়ে না গেলে তো টাকা পাব না। এটা বলেও লকডাউনের মধ্যে ট্রোলড হয়েছি। কিন্তু এটাই তো সত্যি। আর্টিস্টদের মেনটেন করতে হবে। শুটিংয়ে অনেক রকমের লোক আসেন তো, সত্যিই কেউ ভাল নেই।”

আরও পড়ুন, আব্রামকে বড় করতে কতটা সাহায্য করেন শাহরুখ? গৌরি বললেন…

মন খারাপের মধ্যেও সুদীপার ভাল থাকার ওষুধ আদিদেব। মাতৃত্ব তাঁকে ভরিয়ে রেখেছে। প্রত্যেক দিনের নতুন শিক্ষাই তিনি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।