সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বাড়িতে কালীপুজো হয় না। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন সুদীপা। সঙ্গে ছিল তার একমাত্র ছেলে আদিদেভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুদীপা। একই সঙ্গে লিখেছেন অভিজ্ঞতার কথাও। সুদীপা লিখেছেন,
‘আদিও আমার মতো। বড়সড়ো মা কালীকে বেশ ভয় পেতুম। আদিও পায়। কালীঠাকুর দেখলেই চিত্তির… কিন্তু আশ্চর্যজনক ভাবে, আদির ‘নতুন পিসির’ বাড়ির ঠাকুর ওর ভাল লেগে গেলো। বাচ্চাদের সাথে হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি, কাঁসর বাজানো, পিসির হাত ধরে টানাটানি, প্রসাদ খাওয়া.. অনেকদিন এমনটা হয়নি।’
সুদীপার ছেলে আদিদেভ চট্টোপাধ্যায় জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন। আদিদেভকে পছন্দ করেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। ফেসবুক বা ইনস্টাগ্রামে আদিদেভের নানা কর্মকাণ্ডের ছবি শেয়ার করেন সুদীপাও। বেশ কয়েক মাস আগে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘মা হওয়াটা আমার অস্তিত্বের জন্য এখন যথেষ্ট…অভিভাবক হওয়ার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু আপনাকে খুব দ্রুত শিখতে হবে। শিখতে হবে প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই।’
সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বেশ কয়েক বছর পর আদিদেভের জন্ম। ফলে প্রথম সন্তানের জন্য বেশ সময় নিয়ে পরিকল্পনা করেছিলেন দম্পতি। মা হতে গেলে শরীরে এবং মনে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা পুরোদস্তুর নেওয়ার পরই সন্তানের সিদ্ধান্ত নেন সুদীপা। আদিদেভের জন্মের পর ছেলের প্রতিটি কাজ নিজে হাতে করেছেন। দীর্ঘদিন কর্মবিরতির পর কাজে ফিরেছিলেন সুদীপা। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চাননি তিনি। অভিভাবকত্বের পাঠ নিয়েছেন সন্তান আগমনের আগে থেকেই। সেই পাঠ নিতেই তিনি অনুরোধ জানিয়েছিলেন অনুরাগীদের।
আরও পড়ুন, Sunny Leone and Daniel Weber: ড্যানিয়েলের সঙ্গে ডেট নাইট! কোথায় সেলিব্রেট করলেন সানি?