AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিল্পাকে ছাড়াই সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ স্বাধীনতা দিবস পূর্তি!

গতবার শিল্পার গোটা পরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন বলে শো থেকে নিজেকে সরিয়েছিলেন অভিনেত্রী। তখন মালাইকা আরোরা শিল্পার জায়গায় বিচারকের আসনে বসেছিলেন। করোনা বিধি মেনে শুটিং হয়েছিল দামানে।

শিল্পাকে ছাড়াই সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ স্বাধীনতা দিবস পূর্তি!
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 10:31 AM
Share

সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ স্বাধীনতা দিবসের বিশেষ এপিসোডে আসছেন সঙ্গীতা বিজলানি ও জ্যাকি শ্রফ। অভিনেতাদের জনপ্রিয় গানে পারফর্ম করবেন প্রতিযোগীরা। তাঁদের সঙ্গে মজার কিছু ঘটনাও শেয়ার করবেন তাঁরা।

স্বাধীনতা দিবসের এই বিশেষ এপিসোডের রয়েছে অনেক চমক। ৭৫ দেশের নানা ধরনের ডান্স ফর্ম দেখানো হবে এই একটি এপিসোডে। প্রতিযোগীদের সঙ্গে মঞ্চ মাতাবেল জ্যাকি-সঙ্গীতাও। তাঁদের ছবির গান ‘গদর নে কিয়া হ্যায় ইশারা’, ‘গলি গলি মে ফিরতা হ্যায়’-এর তালে তাল মেলাবেন এই দুই বলি সেলেব। তিন ঘণ্টা ধরে চলবে এই এপিসোড।

সঙ্গীতা ও জ্যাকির মতোই শোয়ে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ। রোম্যান্টিক গানের সঙ্গে পারফর্ম করেছিলেন তাঁরা।

সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এর অংশ ছিলেন শিল্পা শেট্টি। পর্নোগ্রাফি মামলায় রাজের গ্রেফতারির পর এই রিয়্য়ালিটি শোয়ের শুটিংয়ে আসতে পারেননি শিল্পা। গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে বসেছিলেন শিল্পা। কিন্তু স্বামীর গ্রেফতারির পর তাঁকে আর দেখা যাচ্ছে না শোতে।

গতবার শিল্পার গোটা পরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন বলে শো থেকে নিজেকে সরিয়েছিলেন অভিনেত্রী। তখন মালাইকা আরোরা শিল্পার জায়গায় বিচারকের আসনে বসেছিলেন। করোনা বিধি মেনে শুটিং হয়েছিল দামানে।

আরও পড়ুনমুম্বইয়ে বিলাশবহুল ফ্ল্যাটের মালিকানা পেলেন রানি; প্রতিবেশী হিসেবে পেলেন হার্দিক-টাইগারকেও