মুম্বইয়ে বিলাশবহুল ফ্ল্যাটের মালিকানা পেলেন রানি; প্রতিবেশী হিসেবে পেলেন হার্দিক-টাইগারকেও

সম্প্রতি নরওয়েতে রয়েছেন রানি। অসীমা ছিব্বারের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির শুটিং করতে গিয়েছেন সেখানে। এই সপ্তাহের শেষে এস্টোনিয়ায় শুটিং হবে। কারণ ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও।

| Edited By: | Updated on: Aug 12, 2021 | 9:04 AM
মুম্বইয়ের খার অঞ্চলে বিলাশবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রানি মুুখোপাধ্যায়। ৪+৩ বিএইচকে অ্যাপার্টমেন্টটির দাম ৭.১২ কোটি টাকা।

মুম্বইয়ের খার অঞ্চলে বিলাশবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রানি মুুখোপাধ্যায়। ৪+৩ বিএইচকে অ্যাপার্টমেন্টটির দাম ৭.১২ কোটি টাকা।

1 / 7
গত মাসেই রানির নামে নথিভুক্ত হয়েছে সেই ফ্ল্যাট। সবচেয়ে মজার বিষয়, ওই একই হাই ক্লাস এলাকায় রয়েছে জ্যাকি পুত্র টাইগার শ্রফের ফ্ল্যাটও। থাকেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়ার অ্যাপার্টমেন্ট।

গত মাসেই রানির নামে নথিভুক্ত হয়েছে সেই ফ্ল্যাট। সবচেয়ে মজার বিষয়, ওই একই হাই ক্লাস এলাকায় রয়েছে জ্যাকি পুত্র টাইগার শ্রফের ফ্ল্যাটও। থাকেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়ার অ্যাপার্টমেন্ট।

2 / 7
খার অঞ্চলে অনেক বড় তারকারই বাড়ি রয়েছে। জুহুর মতোই বিলাশবহুল এলাকা হয়ে উঠেছে। অনুমান, আগামী দিনেও সেখানে তারকারা বাড়ি কিনবেন।

খার অঞ্চলে অনেক বড় তারকারই বাড়ি রয়েছে। জুহুর মতোই বিলাশবহুল এলাকা হয়ে উঠেছে। অনুমান, আগামী দিনেও সেখানে তারকারা বাড়ি কিনবেন।

3 / 7
৪৩ বছরের অভিনেত্রীর নতুন বাড়ি থেকে আরব সাগরের সৌন্দর্য দেখা যায়। বহুতলের ২২ তলায় রয়েছে রানির অ্যাপার্টমেন্ট। ৩৫৪৫ স্কোয়্যার ফিট এলাকা।

৪৩ বছরের অভিনেত্রীর নতুন বাড়ি থেকে আরব সাগরের সৌন্দর্য দেখা যায়। বহুতলের ২২ তলায় রয়েছে রানির অ্যাপার্টমেন্ট। ৩৫৪৫ স্কোয়্যার ফিট এলাকা।

4 / 7
রয়েছে মাল্টিফোল্ড গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ফিটনেস স্টুডিয়ো, মক-রক ক্লাইম্বিং জোন।

রয়েছে মাল্টিফোল্ড গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ফিটনেস স্টুডিয়ো, মক-রক ক্লাইম্বিং জোন।

5 / 7
সম্প্রতি নরওয়েতে রয়েছেন রানি। অসীমা ছিব্বারের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির শুটিং করতে গিয়েছেন সেখানে। এই সপ্তাহের শেষে এস্টোনিয়ায় শুটিং হবে। কারণ ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও।

সম্প্রতি নরওয়েতে রয়েছেন রানি। অসীমা ছিব্বারের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির শুটিং করতে গিয়েছেন সেখানে। এই সপ্তাহের শেষে এস্টোনিয়ায় শুটিং হবে। কারণ ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও।

6 / 7
সম্প্রতি 'বান্টি অউর বাবলি ২' ছবির শুটিংও শেষ করেছেন রানি।

সম্প্রতি 'বান্টি অউর বাবলি ২' ছবির শুটিংও শেষ করেছেন রানি।

7 / 7
Follow Us: